
২০০০-এর ২০ ডিসেম্বরে ছোট বেলার বান্ধবী সুজান খানকে বিয়ে করেন হৃতিক রোশন। ১৪ বছর দাম্পত্যের পর ২০১৪-ক ১ নভেম্বর বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।

১২ ডিসেম্বর, ১৯৯৮-এ বিয়ে করেছিলেন মালাইকা আরোরা এবং আরবাজ খান। ২০১৬ থেকে সেপারেশনে ছিলেন তাঁরা। ২০১৭-এ বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া সম্পূর্ণ হয়।

১৯৯১-এ বিয়ে করেছিলেন সইফ আলি খান এবং অমৃতা আরোরা। ৯০-এর দশকে বলিউডে বেশ আলোচিত কাপল ছিলেন তাঁরা। কিন্তু ২০০৪-এ দাম্পত্য বিচ্ছেদ হয়ে যায়। সইফ পরে করিনা কাপুরকে বিয়ে করলেও এখনও পর্যন্ত অমৃতা আর বিয়ে করেননি।

২০০০-এ বিয়ে করেন ফারহান আখতার এবং অধুনা ভবানি। ১৬ বছরের দাম্পত্য ভেঙে যায় ২০১৭-র ২৪ এপ্রিল। আপাতত অভিনেত্রী শিবানি দন্ডেকারের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন ফারহান।

২০০৩-এর ২৪ অগস্ট বিয়ে করেন পূজা ভাট এবং মনীশ মাখিঞ্জা। ১১ বছর পর দাম্পত্য বিচ্ছেদের সিদ্ধান্ত নেন ২০১৪ সালে।

২০১৯-এর নভেম্বরে ২১ বছরের দাম্পত্য সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিলেন অর্জুন রামপাল এবং মেহের জেসিয়া। তাঁদের দুই কন্যা সন্তান রয়েছে। পরে অর্জুন মডেল গ্যাব্রিয়েলার সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ হন। তাঁদের এক পুত্র সন্তান রয়েছে।

২২ বছরের দাম্পত্য সম্পর্ক ২০১৭-এ ভেঙে দেন হিমেশ রেশমিয়া এবং কোমল।