মাণ্ডি - ১৯৮৩ শ্যাম বেনেগালের পরিচালনায় তৈরি 'মাণ্ডি'তে ছিলেন শাবানা আজ়মি, স্মিতা পাটিল, নাসিরউদ্দিন শাহ, কুলভূষণ খারবান্দা, অমরিশ পুরি।
ত্রিকাল - ১৯৮৫ এই ছবিটিও শ্যাম বেনেগালের পরিচালনায় তৈরি। অভিনয় করেছিলেন নীনা গুপ্তা, লীলা নাইডু, অঙ্কিতা কানওয়ার, সোনি রাজ়দান, দিলীপ তাহিল, নাসিরউদ্দিন শাহ ও লাকি আলি।
নিশান্ত - ১৯৭৫ শ্যাম বেনেগালের আরও একটি ছবি ছিল সময়ের থেকে অনেকটাই এগিয়ে। সেই ছবির নাম 'নিশান্ত'। অভিনয় করেছিলেন গিরিশ কন্নড়, শাবানা আজ়মি, অনন্ত নাগ, অমরিশ পুরি, স্মিতা পাটিল ও নাসিরউদ্দিন শাহ।
ইজাজত - ১৯৮৭ গুলজ়ারের পরিচালনায় তৈরি হয়েছিল 'ইজাজত'। অভিনয় করেছিলেন রেখা, নাসিরউদ্দিন শাহ ও অনুরাধা পাটেল।
অঙ্কুর - ১৯৭৪ শ্যাম বেনেগালের ডেবিউ ছবিতে অভিনয় করেছিলেন শাবানা আজ়মি, অনন্ত নাগ, প্রিয়া তেন্ডুলকর।
সারাংশ - ১৯৮৪ আরও একটি সময়ের থেকে এগিয়ে থাকা মহেশ ভাটের ছবি, যেটা তিনি তৈরি করেছিলেন ৯০-এর দশকের অনেক আগেই। ১৯৮৪ সালে মুক্তি পায় ছবিটি। ছবিতে অভিনয় করেছিলেন অনুপম খের, রোহিনী হাট্টানগাদি, সোনি রাজ়দান, মদন জৈন।
অর্থ - ১৯৮২ মহেশ ভাটের পরিচালনায় তৈরি 'অর্থ' ছবিতে অভিনয় করেছিলেন কুলভূষণ খারবান্দা, শাবানা আজ়মি, স্মিতা পাটিল, রাজ কিরণ, রোহিনী হাট্টানগাদি।