Independence Day 2021: স্বাধীনতা দিবসের আগে দেখতে পারেন এই ছবিগুলি

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 14, 2021 | 1:20 PM

Independence Day Movies: রাত রোহালেই স্বাধীনতা দিবস। ছুটির দিন। সিনেমা দেখে অবসর যাপন করতেই পারেন। দেশাত্মবোধক কোন কোন ছবি দেখার তালিকায় রাখতে পারেন, তার সাজেশন দেওয়ার চেষ্টা করলাম আমরা। বেছে নিন আপনার পছন্দের ছবি।

1 / 10
শেরশাহ- যুদ্ধের ছবি। ১৯৯৯-এ কার্গিল যুদ্ধে অংশ নেওয়া ক্যাপ্টেন বিক্রম গুপ্তের বায়োগ্রাফি। সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবাণী, কৃতী খারবান্দা অভিনীত এই ছবি দেখতে পারেন এই উইকএন্ডে।

শেরশাহ- যুদ্ধের ছবি। ১৯৯৯-এ কার্গিল যুদ্ধে অংশ নেওয়া ক্যাপ্টেন বিক্রম গুপ্তের বায়োগ্রাফি। সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবাণী, কৃতী খারবান্দা অভিনীত এই ছবি দেখতে পারেন এই উইকএন্ডে।

2 / 10
এলওসি কার্গিল- কার্গিল যুদ্ধের উপর তৈরি এই ছবিও যথেষ্ট জনপ্রিয়। ক্যাপ্টেন মনোজ কুমার পান্ডে, ক্যাপ্টেন অনুজ নায়ার, ক্যাপ্টেন বিজয়ন্ত থাপারের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, সইফ আলি খান, সুনীল শেট্টি, অজয় দেবগণ, মনোজ বাজপেয়ী, আশুতোষ রানার মতো শিল্পীদের অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।

এলওসি কার্গিল- কার্গিল যুদ্ধের উপর তৈরি এই ছবিও যথেষ্ট জনপ্রিয়। ক্যাপ্টেন মনোজ কুমার পান্ডে, ক্যাপ্টেন অনুজ নায়ার, ক্যাপ্টেন বিজয়ন্ত থাপারের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে। সঞ্জয় দত্ত, অভিষেক বচ্চন, সইফ আলি খান, সুনীল শেট্টি, অজয় দেবগণ, মনোজ বাজপেয়ী, আশুতোষ রানার মতো শিল্পীদের অভিনয়ে সমৃদ্ধ এই ছবি।

3 / 10
বর্ডার- ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধের উপর তৈরি এই ছবি। বক্স অফিসে সাফল্য পেয়েছিল এই ছবি। সানি দেওল, অক্ষয় খান্না, সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ, কুলভূষণ খারবান্দা, পূজা ভাট অভিনীত এই ছবি আরও একবার দেখতে পারেন স্বাধীনতা দিবসের আগে।

বর্ডার- ১৯৭১-এর ভারত-পাক যুদ্ধের উপর তৈরি এই ছবি। বক্স অফিসে সাফল্য পেয়েছিল এই ছবি। সানি দেওল, অক্ষয় খান্না, সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ, কুলভূষণ খারবান্দা, পূজা ভাট অভিনীত এই ছবি আরও একবার দেখতে পারেন স্বাধীনতা দিবসের আগে।

4 / 10
উরি- হালফিলের দেশাত্মবোধক ছবির মধ্যে উল্লেখযোগ্য উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক। ভিকি কৌশল এই ছবিতে অভিনয়ের পরই কার্যত বলিউডের প্রথম সারিতে চলে আসেন। আপনার উইকেন্ড জমে যেতে পারে এই ছবি দেখে।

উরি- হালফিলের দেশাত্মবোধক ছবির মধ্যে উল্লেখযোগ্য উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক। ভিকি কৌশল এই ছবিতে অভিনয়ের পরই কার্যত বলিউডের প্রথম সারিতে চলে আসেন। আপনার উইকেন্ড জমে যেতে পারে এই ছবি দেখে।

5 / 10
লক্ষ্য- কার্গিল যুদ্ধের উপর আরও একটি ছবি। অফিসার করণ শেরগিলের ভূমিকায় অভিনয় করেছিলেন হৃতিক রোশন। হৃতিকের কেরিয়ারের অন্যতম সেরা ছবি। আপনি হৃতিক ভক্ত হলে লিস্টে রাখুন এই ছবিটি।

লক্ষ্য- কার্গিল যুদ্ধের উপর আরও একটি ছবি। অফিসার করণ শেরগিলের ভূমিকায় অভিনয় করেছিলেন হৃতিক রোশন। হৃতিকের কেরিয়ারের অন্যতম সেরা ছবি। আপনি হৃতিক ভক্ত হলে লিস্টে রাখুন এই ছবিটি।

6 / 10
খেলে হাম জি জান সে- স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ভূমিকায় এই ছবিতে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই ছবির চিত্রনাট্য।

খেলে হাম জি জান সে- স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের ভূমিকায় এই ছবিতে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল এই ছবির চিত্রনাট্য।

7 / 10
দ্য লেজেন্ড অব ভগৎ সিং- এটি বায়োগ্রাফিক্যাল পিরিয়ড ফিল্ম। ভগৎ সিংয়ের জীবনের উপর নির্ভর করে তৈরি করা হয় ছবিটি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অজয় দেবগণ।

দ্য লেজেন্ড অব ভগৎ সিং- এটি বায়োগ্রাফিক্যাল পিরিয়ড ফিল্ম। ভগৎ সিংয়ের জীবনের উপর নির্ভর করে তৈরি করা হয় ছবিটি। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন অজয় দেবগণ।

8 / 10
মঙ্গল পাণ্ডে- এটিও বায়োগ্রাফিক্যাল পিরিয়ড ড্রামা। আমির খান, রানি মুখোপাধ্যায়ের অভিনয় যে ঐতিহাসিক চরিত্রদের জীবন্ত করে তুলেছিল।

মঙ্গল পাণ্ডে- এটিও বায়োগ্রাফিক্যাল পিরিয়ড ড্রামা। আমির খান, রানি মুখোপাধ্যায়ের অভিনয় যে ঐতিহাসিক চরিত্রদের জীবন্ত করে তুলেছিল।

9 / 10
গান্ধী- মহাত্মা গান্ধীর ভূমিকায় বেন কিংসলের অভিনয় এই ছবির সম্পদ। গান্ধীর জীবনের উপর নির্ভর করে তৈরি এই ছবি। স্বাভাবিক ভাবেই বড় অংশ জুড়ে রয়েছে ভারতের স্বাধীনতা।

গান্ধী- মহাত্মা গান্ধীর ভূমিকায় বেন কিংসলের অভিনয় এই ছবির সম্পদ। গান্ধীর জীবনের উপর নির্ভর করে তৈরি এই ছবি। স্বাভাবিক ভাবেই বড় অংশ জুড়ে রয়েছে ভারতের স্বাধীনতা।

10 / 10
দ্য গাজি অ্যাটাক- ভারত-পাক যুদ্ধের সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল এই ছবি। স্বাধীনতা দিবসের আগে ওয়াচ লিস্টে রাখতে পারেন এই ছবি।

দ্য গাজি অ্যাটাক- ভারত-পাক যুদ্ধের সত্যি ঘটনা অবলম্বনে তৈরি হয়েছিল এই ছবি। স্বাধীনতা দিবসের আগে ওয়াচ লিস্টে রাখতে পারেন এই ছবি।

Next Photo Gallery