আলিয়া ভাট-শ্রদ্ধা কাপুর-পরিণীতি চোপড়া: তিনজনেরই বলিউডে ডেবিউ হয়েছে একই সময়। তাঁদের মধ্যে প্রতিযোগিতাও আছে বিস্তর। কিন্তু তা সত্ত্বেও ভাল বন্ধুত্ব বজায় রেখেছেন তিনজনেই। সোশ্যাল মিডিয়ায় উঁকি দিলে দেখবেন, তিনজনেই একে-অপরকে কীভাবে বুস্ট আপ করেন।
আলিয়া ভাট-আকাঙ্ক্ষা রাজন: আলিয়ার সঙ্গে যেমন পরিণীতি ও শ্রদ্ধার বন্ধুত্ব, তেমনই বন্ধুত্ব আকাঙ্ক্ষা রাজনের। তাঁরা 'চাড্ডি বাডি'।
রণবীর কাপুর-অয়ন মুখোপাধ্যায়: অভিনেতা রণবীর ও পরিচালক অয়নের বন্ধুত্ব বহুচর্চিত। একসঙ্গে কাজ করেছেন বহু ছবিতে। রণবীরের বাবা ঋষি কাপুর তাঁদের 'ব্রোম্যান্স' দেখে একে-অপরকে বিয়ে করার পরামর্শ দিয়েছিলেন।
করিনা কাপুর-করিশ্মা কাপুর-মালাইকা আরোরা-অমৃতা আরোরা: ইন্ডাস্ট্রিতে অনেককিছু বদলেছে, কিন্তু তাঁদের বন্ধুত্ব বদলায়নি। বছরের পর বছর গার্ল বন্ড বেড়েছে। বিপদে-আপদে একে-অপরের সান্নিদ্ধও পেয়েছেন তাঁরা।
সলমন খান-অজয় দেবগন: 'হাম দিল দে চুকে সানাম' ছবির মুখ্য দু'জন পুরুষ অভিনেতা সলমন খান ও অজয় দেবগন। অনেকেই হয়তো জানেন না, ভাইজানের 'ভাইজান' আসলে অজয় দেবগন। ছোটবেলা থেকেই দু'জনে বেস্টি।
গৌরী খান-সুজান খান: একজনের স্বামী শাহরুখ খান। একজনের প্রাক্তন স্বামী হৃত্বিক রোশন। গৌরী ও সুজানের বন্ধুত্ব বহুদিনের। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় তাঁদের বন্ড।
সুহানা খান-অনন্যা পাণ্ডে-শানায়া কাপুর: তিনজনেই স্টার কিড। বড় হয়েছেন একই পরিবেশে। শাহরুখ খানের কন্যা সুহানার সঙ্গে চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা ও সঞ্জয় কাপুরের মেয়ে শানায়ার 'গার্ল বন্ড' মাঝেমধ্যেই নেটদুনিয়ায় ঝড় তোলে।