Bollywood’s Most Controversial Photoshoots: বলিউডের আলোচিত কিছু ফটোশুটের ঝলক

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 09, 2021 | 5:35 PM

বলিউডের ইতিহাসে এমন কিছু ফটোশুট হয়েছে যা আজও প্রচণ্ডভাবে চর্চিত। আসুন, দেখে নেওয়া যাক সেই সমস্ত ফটোশুটের কিছু দৃশ্য...

1 / 5
অভিনেত্রী শার্লিন চোপড়া ২০১২ সালে প্লেবয় ম্যাগাজিনের জন্য এই পোজ দিয়েছিলেন। তাঁর এই ছবি প্রচুর আলোড়ন সৃষ্টি করেছিল।

অভিনেত্রী শার্লিন চোপড়া ২০১২ সালে প্লেবয় ম্যাগাজিনের জন্য এই পোজ দিয়েছিলেন। তাঁর এই ছবি প্রচুর আলোড়ন সৃষ্টি করেছিল।

2 / 5
সিনেব্লিটজের এই প্রচ্ছদে কাজল এবং রেখা একটাই সাদা সোয়েটার পড়ে পোজ দিয়েছিলেন। ১৯৯৬ সালে তাঁদের এই ছবি বেশ কিছুজনের মধ্যে অস্বস্তির সঞ্চার করেছিল।

সিনেব্লিটজের এই প্রচ্ছদে কাজল এবং রেখা একটাই সাদা সোয়েটার পড়ে পোজ দিয়েছিলেন। ১৯৯৬ সালে তাঁদের এই ছবি বেশ কিছুজনের মধ্যে অস্বস্তির সঞ্চার করেছিল।

3 / 5
প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর ১৯৬৬ সালে বিকিনিতে পোজ দেওয়ার জন্য অনেক ঝামেলার সম্মুখীন হন।

প্রবীণ অভিনেত্রী শর্মিলা ঠাকুর ১৯৬৬ সালে বিকিনিতে পোজ দেওয়ার জন্য অনেক ঝামেলার সম্মুখীন হন।

4 / 5
মহেশ ভাটের মেয়ে পূজা ভাট সবসময়ই তাঁর বোল্ড স্বভাবের জন্য সুপরিচিত বা চর্চিত। 'মুভি' ম্যাগাজিনের প্রচ্ছদে তাঁর ছবি শোরগোল ফেলে দিয়েছিল। প্রচ্ছদের জন্য ধারণাটি ডেমি মুরের ম্যাগাজিন কভার থেকে অনুপ্রাণিত হয়েছিল।

মহেশ ভাটের মেয়ে পূজা ভাট সবসময়ই তাঁর বোল্ড স্বভাবের জন্য সুপরিচিত বা চর্চিত। 'মুভি' ম্যাগাজিনের প্রচ্ছদে তাঁর ছবি শোরগোল ফেলে দিয়েছিল। প্রচ্ছদের জন্য ধারণাটি ডেমি মুরের ম্যাগাজিন কভার থেকে অনুপ্রাণিত হয়েছিল।

5 / 5
মিলিন্দ সোমান তাঁর কেরিয়ারের শুরুতে মডেলিংই বেশি করতেন। একটি জুতোর বিজ্ঞাপনে তিনি তাঁর তৎকালীন বান্ধবী মধু সপ্রেয়ের সঙ্গে এই বহুল বিতর্কিত ফটোশুট করেন।

মিলিন্দ সোমান তাঁর কেরিয়ারের শুরুতে মডেলিংই বেশি করতেন। একটি জুতোর বিজ্ঞাপনে তিনি তাঁর তৎকালীন বান্ধবী মধু সপ্রেয়ের সঙ্গে এই বহুল বিতর্কিত ফটোশুট করেন।

Next Photo Gallery