Mouni Roy Fashion: মৌনির এই ব্যাকলেস সাজে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন, দেখে নিন তাঁর সেই সাজের কিছু ঝলক…

টেলিভিশনের পর্দা থেকে বেরিয়ে এসে এখন বলিউডের পরিচিত নাম মৌনি রায়। ব্যক্তিগত জীবন হোক বা মৌনির স্টাইল স্টেটমেন্ট সব ক্ষেত্রেই চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন এই বঙ্গ সুন্দরী।

| Edited By: শোভন রায়

Nov 24, 2021 | 1:08 PM

1 / 6
সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ হট ছবি পোস্ট করেছেন মৌনী। সেখানে ফ্লোরাল প্রিন্টেট পিঠখোলা গাউনে দুধ সাদা বিছানায় শুয়ে থাকতে দেখা গেল তাঁকে।

সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ হট ছবি পোস্ট করেছেন মৌনী। সেখানে ফ্লোরাল প্রিন্টেট পিঠখোলা গাউনে দুধ সাদা বিছানায় শুয়ে থাকতে দেখা গেল তাঁকে।

2 / 6
মৌনি এখন দুবাইতে এতটাই সময় কাটান যে সেখানকার সরকারের তরফে এবার গোল্ডেন ভিসা দেওয়া হল মৌনীিকে। সেই কথা ইনস্টাগ্রাম পোস্টে নিজেই জানিয়েছেন মৌনি।

মৌনি এখন দুবাইতে এতটাই সময় কাটান যে সেখানকার সরকারের তরফে এবার গোল্ডেন ভিসা দেওয়া হল মৌনীিকে। সেই কথা ইনস্টাগ্রাম পোস্টে নিজেই জানিয়েছেন মৌনি।

3 / 6
মৌনীর শরীরী বিভঙ্গ মন কাড়ছে ভক্তদের। রূপে-লাস্যে এই বঙ্গ তনয়ার জুড়ি মেলা ভার! অভিনেত্রীর এই নতুন অবতার বেশ মনে ধরেছে সকলের। তাই তো পোস্টের কমেন্ট বক্স লাভ সাইনে ভরিয়ে দিয়েছেন মৌনির অনুরাগীরা।

মৌনীর শরীরী বিভঙ্গ মন কাড়ছে ভক্তদের। রূপে-লাস্যে এই বঙ্গ তনয়ার জুড়ি মেলা ভার! অভিনেত্রীর এই নতুন অবতার বেশ মনে ধরেছে সকলের। তাই তো পোস্টের কমেন্ট বক্স লাভ সাইনে ভরিয়ে দিয়েছেন মৌনির অনুরাগীরা।

4 / 6
ইফি-র মঞ্চে পারফর্ম করতে সদ্যই ভারতে ফিরেছিলেন মৌনি, ফের পছন্দের শহর দুবাইতে ফিরে গিয়েছেন নায়িকা।

ইফি-র মঞ্চে পারফর্ম করতে সদ্যই ভারতে ফিরেছিলেন মৌনি, ফের পছন্দের শহর দুবাইতে ফিরে গিয়েছেন নায়িকা।

5 / 6
ফোটোশ্যুটের ব্যাপারে মৌনি বরাবরই সাহসী। বিকিনি থেকে শাড়ি, সবেতেই তিনি সাবলীল। গত কয়েক বছর ধরে বলিউডে রাজ করছেন এই বাঙালি কন্যে। টিভি দিয়ে হাতেখড়ি হলেও কাজ করেছেন বড় পরদায়।

ফোটোশ্যুটের ব্যাপারে মৌনি বরাবরই সাহসী। বিকিনি থেকে শাড়ি, সবেতেই তিনি সাবলীল। গত কয়েক বছর ধরে বলিউডে রাজ করছেন এই বাঙালি কন্যে। টিভি দিয়ে হাতেখড়ি হলেও কাজ করেছেন বড় পরদায়।

6 / 6
নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। শোনা যাচ্ছে খুব শীঘ্রই দুবাইয়ের ইনভেসটমেন্ট ব্যাঙ্কার সূরজ নামবিয়ারের সঙ্গে সাত পাক ঘুরবেন মৌনি। আজকাল বেশিরভাগ সময় দুবাইতেই কাটান নায়িকা।

নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার শেষ নেই। শোনা যাচ্ছে খুব শীঘ্রই দুবাইয়ের ইনভেসটমেন্ট ব্যাঙ্কার সূরজ নামবিয়ারের সঙ্গে সাত পাক ঘুরবেন মৌনি। আজকাল বেশিরভাগ সময় দুবাইতেই কাটান নায়িকা।