Thyroid: এই ৭ ভেষজ উপাদানের গুণে ঠিক থাকবে থাইরয়েড হরমোনের কার্যকারিতা
Spice & Herbs: ওজন বেড়ে যাওয়া, চুল পড়া, ঘন ঘন সর্দি-কাশি, ব্রণ, অ্যানজাইটি—এসব সমস্যার পিছনে দায়ী থাকতে পারে থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতা। কিন্তু তবু মানুষ সচেতন নয়। থাইরয়েড হরমোনের কার্যকারিতা বজায় রাখতে ভেষজ উপাদান ও মশলার উপর ভরসা রাখতে পারেন।