
তিরুবনন্তপুরমে কেরালা গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে মেরিকে সম্মান জানিয়েছেন কেরালার অর্থমন্ত্রী কেএন বালাগোপাল। (ছবি-এএনআই টুইটার)

ওই অনুষ্ঠানে টোকিও অলিম্পিকে রুপোজয়ী ভারতীয় কুস্তিগির রবি কুমার দাহিয়াকেও সম্মান জানানো হয়েছে। (ছবি-এএনআই টুইটার)

টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়া ভারতীয় তারকা কুস্তিগির বজরং পুনিয়াকেও বিশেষ সম্মান জানানো হয়েছে কেরালা অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। (ছবি-এএনআই টুইটার)

কেরালা অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত প্রেস কনফারেন্সে মেরি জানান, তিনি কেরালার সেরা বক্সারদের বিনামূল্যে বক্সিংয়ের ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেবেন তাঁর বক্সিং অ্যাকাডেমিতে। (ছবি-এএনআই টুইটার)