
ম্যাচের ১৪ মিনিটে এভার্টন রিবেইরো প্রথম গোল করে এগিয়ে দেন ব্রাজিলকে। (সৌজন্যে-ব্রাজিল ফুটবল টুইটার)

৪০ মিনিটের মাথায় তিতের দলের হয়ে দ্বিতীয় গোলটি করে ব্যবধান বাড়ান নেইমার। (সৌজন্যে-ব্রাজিল ফুটবল টুইটার)

ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়ে এ দিন নিজের ৬৯তম গোলটি করে ফেললেন নেইমার। (সৌজন্যে-ব্রাজিল ফুটবল টুইটার)

লাতিন আমেরিকান বিশ্বকাপ যোগ্যতাঅর্জন পর্বের লিগ তালিকায় শীর্ষে রয়েছে তিতের ব্রাজিল। (সৌজন্যে-ব্রাজিল ফুটবল টুইটার)