TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী
Nov 05, 2022 | 6:44 PM
ইডেন গার্ডেন্সে তখন চলছে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনাল ম্যাচ। তারই মধ্যে শনিবার সন্ধ্যায় ক্রিকেটের নন্দনকাননে পা পড়ল ব্রাজিলের জোড়া বিশ্বকাপজয়ী ফুটবলার কাফুর। (নিজস্ব চিত্র)
মহমেডান স্পোর্টিংয়ের মাঠে এক প্রদর্শনী ম্যাচে খেলতে নেমেছিলেন তিনি। মহমেডান মাঠ থেকে ইডেন গার্ডেন্স ঘুরে যান কাফু। (নিজস্ব চিত্র)
সিএবির কর্তাদের তরফ থেকে সংবর্ধিত করা হয় কাফুকে। দেওয়া হয় একটি বিশেষ ধরণের টাই আর পুস্পস্তবক।(নিজস্ব চিত্র)
সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, প্রাক্তন প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।(নিজস্ব চিত্র)
মুস্তাক আলি ট্রফির ফাইনালে এক ঝলক চোখও রাখলেন। রবিবারও কলকাতায় ঠাসা সূচি কাফুর। (নিজস্ব চিত্র)