
২০২২ সালের আইপিএলের আগে ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারাকে ব্যাটিং কোচ কাম অ্যাডভাইজার নিয়োগ করেছিল আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ। ২০২৩ সালের সংস্করণের জন্য লারাকে আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব দিল ফ্র্যাঞ্চাইজিটি। (ছবি:টুইটার)

আইপিএলের পরবর্তী সংস্করণের জন্য সানরাইজার্স হায়দরাবাদের হেড কোচ হলেন লারা। সরিয়ে দেওয়া হল সানরাইজার্সের হাতে চ্যাম্পিয়নের ট্রফি তুলে দেওয়া টম মুডিকে।(ছবি:টুইটার)

২০১৩ সাল থেকে ২০১৯ পর্যন্ত মুডি হায়দরাবাদের হেড কোচ হিসেবে কাজ করেছেন। ২০১৬ সালে তাঁর তত্ত্বাবধানে চ্যাম্পিয়ন হয় কমলা বাহিনী। হায়দরাবাদের সঙ্গে দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন মুডি। কিন্তু তার স্থায়িত্ব হল না বেশিদিন। তাঁকে সরিয়ে হেড কোচের দায়িত্ব দেওয়া হল লারাকে।(ছবি:টুইটার)

গত সংস্করণে অজি কোচের তত্ত্বাবধানে সানরাইজার্স হায়দরাবাদের পারফরম্যান্স ছিল তলানিতে। লারা-র হাতে দায়িত্ব দিয়ে ভাগ্য ফেরাতে চাইছে হায়দরাবাদের দলটি।(ছবি:টুইটার)

সানরাইজার্স হায়দরাবাদ এখনও পর্যন্ত ৬ বার প্লে অফে পা রেখেছে, একবার চ্যাম্পিয়ন এবং ২০১৮ সালের রানার্স টিম।(ছবি:টুইটার)