Premier League: ব্রুনোর হ্যাটট্রিক, জয় দিয়ে যাত্রা শুরু ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের
TV9 Bangla Digital | Edited By: raktim ghosh
Aug 15, 2021 | 9:33 AM
ইংলিশ প্রিমিয়ার লিগে (English Premier League) জয় দিয়ে যাত্রা শুরুল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। শুধু শুরু করলই না এক্কেবারে ৫-১ গোলে উড়িয়ে দিল লিডস ইউনাইটেডকে (Leeds United)। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেন ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandes)। শনিবার ওল্ড ট্রাফোর্ডে মরসুমের প্রথম ম্যাচেই দর্শকদের মন ভরিয়ে দিলেন সোল্কজায়ারের দল।
1 / 6

ম্যাচের ৩০ মিনিটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোল করেন ব্রুনো ফার্নান্ডেজ।(সৌজন্যে-টুইটার)
2 / 6

৪৮ মিনিটে লিডসকে সমতায় ফেরান লুক আইলিং।(সৌজন্যে-টুইটার)
3 / 6

পল পগবার পাস থেকে ৫২ মিনিটে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে এগিয়ে দেন ম্যাসন গ্রিনউড।(সৌজন্যে-টুইটার)
4 / 6

দ্বিতীয়ার্ধে ফের ম্যান ইউের হয়ে ব্যবধান বাড়ান ব্রুনো। তাঁর দ্বিতীয় গোলটি আসে ম্যাচের ৫৪ মিনিটে।(সৌজন্যে-টুইটার)
5 / 6

৬০ মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের হ্যাটট্রিক পূর্ণ হয়।(সৌজন্যে-টুইটার)
6 / 6

৬৮ মিনিটে বল জালে জড়িয়ে খেলার ফল ৫-১ করেন ম্যান ইউয়ের ফ্রেড।(সৌজন্যে-টুইটার)