Premier League: ব্রুনোর হ্যাটট্রিক, জয় দিয়ে যাত্রা শুরু ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের
ইংলিশ প্রিমিয়ার লিগে (English Premier League) জয় দিয়ে যাত্রা শুরুল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Manchester United)। শুধু শুরু করলই না এক্কেবারে ৫-১ গোলে উড়িয়ে দিল লিডস ইউনাইটেডকে (Leeds United)। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করেন ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandes)। শনিবার ওল্ড ট্রাফোর্ডে মরসুমের প্রথম ম্যাচেই দর্শকদের মন ভরিয়ে দিলেন সোল্কজায়ারের দল।