আজকাল কাজের যা ধারা, তাতে মোবাইলের সঙ্গে সঙ্গে একটা ল্যাপটপ বা কম্পিটউার অত্যবাশ্যক জিনিসগুলির মধ্যেই একটি। তবে ইচ্ছা এবং প্রয়োজন থাকলেও অনেকেই দামের কারণে অনেকেই ল্যাপটপ কিনতে পারেন না। কিন্তু যদি বলি সেই সমস্যার সমাধান আছে? না না, ইএমআই-এর কথা বলছি না। সস্তাতেই মাত্র ১৫ হাজার টাকারও কমে কিনতে পারবেন ল্যাপটপ।
আপনিও কি কম বাজেটে ভাল ল্যাপটপ কিনতে চাইছেন? তাহলে সেই সুযোগ কিন্তু করে দিচ্ছেন মুকেশ অম্বানি। Jio ল্যাপটপ আপনি পেয়ে যাবেন অত্যন্ত কম দামে। JioBook 11 ল্যাপটপটির দামই কিন্তু অনেক কম। যদিও জিও ল্যাপটপ কিনতে হলে আপনি তা পেয়ে যাবেন ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart, Amazon এবং Jio Mart-এ।
এই ল্যাপটপটির Amazon এবং Flipkart-এ বর্তমান দাম ১২,৯৯০ টাকা মতো। Jio Mart-এ এই ডিভাইসটির দাম ১২,৯৯৯ টাকা। এছাড়াও এই ল্যাপটপে অতিরিক্ত ছাড়ের সুবিধা উপভোগ করতে চাইলে, আপনি বিভিন্ন ব্যাঙ্ক কার্ডের অফার ব্যবহার করতে পারেন।
Amazon-এ ICICI, HDFC, Axis Bank, Bank of Baroda, Punjab National Bank, One Card, RBL Bank, DBS Bank, Yes Bank কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আপনি ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।
Flipkart-এ SBI ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১৫০০ টাকা ছাড় রয়েছে। Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে রয়েছে ৫% আনলিমিটেড ক্যাশব্যাকের সুবিধা। Amazon-এ প্রতি মাসে ৬৩০ টাকা এবং Flipkart-এ প্রতি মাসে ৪৫৭ টাকা মূল্যের একটি প্রাথমিক EMI সুবিধাও পাওয়া যাচ্ছে।
ল্যাপটপটিতে রয়েছে ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই সহ একটি মিডিয়াটেক এমটি ৮৭৮৮ অক্টা-কোর প্রসেসর। এই ডিভাইসে, কোম্পানি ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ড স্টোরেজ দিয়েছে, যা পরে একটি SD কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়াতে পারবেন।
কম্প্যাক্ট অথচ বাজেটের মধ্যেই এই ল্যাপটপের ওজন মাত্র ৯৯০ গ্রাম। রয়েছে স্টেরিও স্পিকারের সঙ্গে একটি অ্যান্টি-গ্লেয়ার এইচডি ডিসপ্লে। বৈশিষ্ট্যের কথা বলতে গেলে, এই ল্যাপটপটি ওয়্যারলেস প্রিন্টিং সাপোর্ট সহ আসে এবং ৮ ঘন্টারও বেশি ব্যাটারি লাইফ।
শুধু তাই নয়, ১৫,০০০ টাকার মধ্যে আপনার কাছে আরও অনেক বিকল্প রয়েছে, ASUS Chromebook এবং Primebook 4G এর মতো ল্যাপটপগুলিও এই বাজেটে পাওয়া যাবে। এই মডেলগুলির দাম ১৪,৯৯০ টাকা (আসুস) এবং টাকা। ১২,৯৯০ টাকা (প্রাইমবুক)।