Cafu: কাতার বিশ্বকাপের আগে কলকাতা মেতে কাফুতে…
TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল
Nov 06, 2022 | 5:41 PM
আরও একটা ফুটবল বিশ্বকাপ (FIFA Football World Cup) আসছে। কাতারে বসছে এ বারের বিশ্বকাপের আসর। তার আগে কলকাতায় বিশ্বকাপের ছোঁয়া। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফুর আগমন বিশ্বকাপের উত্তাপ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
1 / 5
আরও একটা ফুটবল বিশ্বকাপ (FIFA Football World Cup) আসছে। কাতারে বসছে এ বারের বিশ্বকাপের আসর। (ছবি : রাহুল সাধুখাঁ)
2 / 5
তার আগে কলকাতায় বিশ্বকাপের ছোঁয়া। ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফুর আগমন বিশ্বকাপের উত্তাপ আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। (ছবি : রাহুল সাধুখাঁ)
3 / 5
শনিবারের বিকেলে কলকাতা ময়দান মাতালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। মহমেডান স্পোর্টিংয়ের (Mohammedan Sporting) মাঠে এক প্রদর্শনী ম্যাচে মাঠে নামলেন দু'বারের বিশ্বকাপজয়ী ফুটবলার। (ছবি : রাহুল সাধুখাঁ)
4 / 5
প্রদর্শনী ম্যাচে জোড়া গোল করলেন কাফু (Cafu)। দেখে বোঝার উপায় নেই, পেশাদার ফুটবল ছেড়েছেন বহু বছর আগে। (ছবি : রাহুল সাধুখাঁ)
5 / 5
ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়কের বিরুদ্ধে খেললেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, অলিম্পিকে পদকজয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেজ, প্রাক্তন ফুটবলার আলভিটো ডি কুনহা, রহিম নবি। (ছবি : রাহুল সাধুখাঁ)