
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে ভারত। ২০১৮, ২০২০'র পর এ বার। টানা তৃতীয় বার টি-টোয়েন্টি ফরম্য়াটে সেমিফাইনাল। গত বারের ফাইনালিস্ট ভারত। (ছবি:এএফপি)

সিনিয়র মহিলা ক্রিকেট দলের লক্ষ্য প্রথম আইসিসি ট্রফি। সেমিফাইনালের পথ নিশ্চিত করার মাঝেই অনন্য় এক নজির গড়েছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাঁর এই রেকর্ড কে ভাঙতে পারে! তা নিয়ে সন্দেহ থাকে। (ছবি: এএফপি)

আয়র্ল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অনন্য নজির গড়েন হরমনপ্রীত। কেরিয়ারে ১৫০ তম আন্তর্জাতিক টি-টোয়েন্টির মাইলফলকে পৌঁছান ভারত অধিনায়ক। (ছবি: এএফপি)

পুরুষ ও মহিলা ক্রিকেট মিলিয়ে হরমনপ্রীতই প্রথম যিনি ১৫০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেললেন। সংখ্যাটা ক্রমশ বাড়বে এ বিষয়ে সন্দেহ নেই। (ছবি: এএফপি)

প্রশ্ন হচ্ছে, এই রেকর্ড কি ভাঙা সম্ভব হবে? শুধুমাত্র মেয়েদের ক্রিকেট ধরলে এই তালিকায় হরমনপ্রীতের কাছাকাছি রয়েছেন সুজি বেটস (১৪৩) এবং ড্য়ানি ওয়্যাট (১৪২)। (ছবি: টুইটার)

পুরুষদের ক্রিকেটে সবচেয়ে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার নজির রোহিত শর্মার ঝুলিতে। রোহিত এখনও অবধি ১৪৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন। সক্রিয় ক্রিকেটারদের মধ্যেও রোহিতের খুব কাছাকাছি কেউ নেই। (ছবি:টুইটার)

ভারতের প্রাক্তন অধিনায়ক আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ১১৫ টি। রোহিত এবং বিরাট, দু-জনেরই দেশের হয়ে টি-টোয়েন্টি খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে। সাম্প্রতিক সিরিজগুলিতে খেলেননি। ২০২৪ বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণদের নিয়ে দল গড়া হচ্ছে। (ছবি:টুইটার)

সেই দিক থেকে বলা যায়, রোহিতের পক্ষেও হয়তো হরমনপ্রীতের রেকর্ড ভাঙা সম্ভব হবে না। বিরাটের সঙ্গে দূরত্ব অনেক। পুরুষদের ক্রিকেটে আপাতত হরমনপ্রীতের রেকর্ড ছাপিয়ে যাওয়ার মতো রোহিত ছাড়া কেউ কাছাকাছি নেই। সব মিলিয়ে ড্য়ানি ওয়্য়াট হয়তো কোনও সময় এই রেকর্ড পেরোতে পারেন। হরমনপ্রীত গুরুতর কোনও চোট না পেলে, সেই সম্ভাবনাও ক্ষীণ। (ছবি:টুইটার)