
চলতি উইম্বলডনে অংশ নেননি কানাডিয়ান টেনিস তারকা ইউজিনি বুশার্ড। (ছবি-ইউজিনি বুশার্ড ইন্সটাগ্রাম)

২৮ বছরের টেনিস তারকা লাল বিকিনিতে সমুদ্রের সামনে দারুণ পোজ দিয়ে ঝড় তুলে দিয়েছেন। সেই ছবি ইন্সটাগ্রামে পোস্টও করেছেন তিনি। (ছবি-ইউজিনি বুশার্ড ইন্সটাগ্রাম)

উইম্বলডনের কোর্টে নেই, কিন্তু সমুদ্রসৈকতে চুটিয়ে ছুটি উপভোগ করছেন লাস্যময়ী বুশার্ড। (ছবি-ইউজিনি বুশার্ড ইন্সটাগ্রাম)

কাঁধের অস্ত্রোপচারের পর দীর্ঘদিন কোর্টের বাইরে ছিলেন। যে কারণে তাঁর সংরক্ষিত পয়েন্ট কম রয়েছে। তাই উইম্বলডনে নামার ঝুঁকি নেননি বুশার্ড। (ছবি-ইউজিনি বুশার্ড ইন্সটাগ্রাম)

২০১৪ সালের উইম্বলডনে রানার্স হয়েছিলেন কানাডিয়ান টেনিস তারকা ইউজিনি বুশার্ড। (ছবি-ইউজিনি বুশার্ড ইন্সটাগ্রাম)