Virat-Rohit: স্বস্তির শতরানের পর ক্যাপ্টেন শর্মার কাছে মনের ঝাঁপি খুললেন বিরাট
মুখের হাসিই বলে দিচ্ছে, কতটা তৃপ্ত, কতটা ঝরঝরে অনুভব করছেন তিনি। টানা আড়াই বছরের সেঞ্চুরির খরা কাটিয়ে ফের স্বমহিমায় বিরাট কোহলি। ম্যাচের পর ক্যাপ্টেন রোহিত শর্মার একঝাঁক প্রশ্নের উত্তর দিলেন বিরাট। কী বললেন বিরাট জেনে নিন।