Virat-Rohit: স্বস্তির শতরানের পর ক্যাপ্টেন শর্মার কাছে মনের ঝাঁপি খুললেন বিরাট

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Sep 09, 2022 | 9:34 AM

মুখের হাসিই বলে দিচ্ছে, কতটা তৃপ্ত, কতটা ঝরঝরে অনুভব করছেন তিনি। টানা আড়াই বছরের সেঞ্চুরির খরা কাটিয়ে ফের স্বমহিমায় বিরাট কোহলি। ম্যাচের পর ক্যাপ্টেন রোহিত শর্মার একঝাঁক প্রশ্নের উত্তর দিলেন বিরাট। কী বললেন বিরাট জেনে নিন।

1 / 5
মুখের হাসিই বলে দিচ্ছে, কতটা তৃপ্ত, কতটা ঝরঝরে অনুভব করছেন তিনি। টানা আড়াই বছরের সেঞ্চুরির খরা কাটিয়ে ফের স্বমহিমায় বিরাট কোহলি। ম্যাচের পর ক্যাপ্টেন রোহিত শর্মার একঝাঁক প্রশ্নের উত্তর দিলেন বিরাট। কী বললেন বিরাট জেনে নিন।(ছবি:টুইটার)

মুখের হাসিই বলে দিচ্ছে, কতটা তৃপ্ত, কতটা ঝরঝরে অনুভব করছেন তিনি। টানা আড়াই বছরের সেঞ্চুরির খরা কাটিয়ে ফের স্বমহিমায় বিরাট কোহলি। ম্যাচের পর ক্যাপ্টেন রোহিত শর্মার একঝাঁক প্রশ্নের উত্তর দিলেন বিরাট। কী বললেন বিরাট জেনে নিন।(ছবি:টুইটার)

2 / 5
রোহিতকে বিরাট বললেন, "শেষ আড়াই বছর আমাকে অনেক শিক্ষা দিয়েছে। মাসখানেকের মধ্যে ৩৪ পূর্ণ করব। তাই রাগের সেলিব্রেশনগুলি অতীতের সেইসব দিনগুলিকে ভেবে।"(ছবি:টুইটার)

রোহিতকে বিরাট বললেন, "শেষ আড়াই বছর আমাকে অনেক শিক্ষা দিয়েছে। মাসখানেকের মধ্যে ৩৪ পূর্ণ করব। তাই রাগের সেলিব্রেশনগুলি অতীতের সেইসব দিনগুলিকে ভেবে।"(ছবি:টুইটার)

3 / 5
টি-২০ ফরম্যাটে প্রথম সেঞ্চুরি। বিরাটের লিস্টে এই ফরম্যাট আসে সবার শেষে। অনুভূতিটা কেমন? কোহলি বলেন, "আমি নিজেও হতবাক হয়ে গিয়েছি। ভেবেছিলেন এটাই শেষ ফরম্যাট। অনেক কিছু জমে ছিল। দল ভীষণ সাহায্য করেছে।"(ছবি:টুইটার)

টি-২০ ফরম্যাটে প্রথম সেঞ্চুরি। বিরাটের লিস্টে এই ফরম্যাট আসে সবার শেষে। অনুভূতিটা কেমন? কোহলি বলেন, "আমি নিজেও হতবাক হয়ে গিয়েছি। ভেবেছিলেন এটাই শেষ ফরম্যাট। অনেক কিছু জমে ছিল। দল ভীষণ সাহায্য করেছে।"(ছবি:টুইটার)

4 / 5
৭১তম সেঞ্চুরি স্ত্রী ও মেয়েকে উৎসর্গ করেছেন। রোহিতকে সেই বিষয়ে বললেন, "তুমি আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছ কারণ একটি মানুষের আমার প্রতি বিশ্বাস কোনওদিন কমে যায়নি। সে হল অনুষ্কা। এই শতরান অনুষ্কা এবং আমাদের ছোট্ট মেয়ে ভামিকার জন্য।"(ছবি:টুইটার)

৭১তম সেঞ্চুরি স্ত্রী ও মেয়েকে উৎসর্গ করেছেন। রোহিতকে সেই বিষয়ে বললেন, "তুমি আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখছ কারণ একটি মানুষের আমার প্রতি বিশ্বাস কোনওদিন কমে যায়নি। সে হল অনুষ্কা। এই শতরান অনুষ্কা এবং আমাদের ছোট্ট মেয়ে ভামিকার জন্য।"(ছবি:টুইটার)

5 / 5
রোহিতের সঙ্গে কথোপকথনে মনের ঝাঁপি উজাড় করলেন বিরাট। বলে দিলেন, "যখন আপনার পাশে কেউ আলোচনা করার জন্য থাকে এবং তাঁর দৃষ্টিভঙ্গিতে বিষয়গুলো দেখে, যেমনটা অনুষ্কার ক্ষেত্রে হয়েছে। মাঠে ফেরার পর আমি মরিয়া ছিলাম না। ছয় সপ্তাহের ছুটির পর ঝরঝরে মনে হচ্ছিল। বুঝলাম কতটা ক্লান্ত ছিলাম।"(ছবি:টুইটার)

রোহিতের সঙ্গে কথোপকথনে মনের ঝাঁপি উজাড় করলেন বিরাট। বলে দিলেন, "যখন আপনার পাশে কেউ আলোচনা করার জন্য থাকে এবং তাঁর দৃষ্টিভঙ্গিতে বিষয়গুলো দেখে, যেমনটা অনুষ্কার ক্ষেত্রে হয়েছে। মাঠে ফেরার পর আমি মরিয়া ছিলাম না। ছয় সপ্তাহের ছুটির পর ঝরঝরে মনে হচ্ছিল। বুঝলাম কতটা ক্লান্ত ছিলাম।"(ছবি:টুইটার)

Next Photo Gallery