Rohit Sharma Century: জন্মস্থানে ক্যাপ্টেন রোহিতের ‘দাদাগিরি’, ঘরের ছেলেকে নিয়ে গর্বিত নাগপুর

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Feb 10, 2023 | 7:41 PM

Rohit Sharma: নাগপুরে বর্ডার গাভাসকার ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট হাতে দুর্দান্ত ক্যাপ্টেন রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়ক হিসেবে সাদা জার্সিতে শতরান করলেন রোহিত। এটি তাঁর নবম টেস্ট শতরান। সেই সঙ্গেই গড়লেন রেকর্ডও।

1 / 8
এই প্রথম বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয় দলের নেতৃত্বের গুরুদায়িত্ব রোহিত শর্মার কাঁধে। যোগ্য নেতার মতোই দলকে নাগপুর টেস্টে নেতৃত্ব দিচ্ছেন তিনি। (ছবি: টুইটার)

এই প্রথম বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয় দলের নেতৃত্বের গুরুদায়িত্ব রোহিত শর্মার কাঁধে। যোগ্য নেতার মতোই দলকে নাগপুর টেস্টে নেতৃত্ব দিচ্ছেন তিনি। (ছবি: টুইটার)

2 / 8
নাগপুর টেস্টের প্রথমদিন ১৭৭ রানে অলআউট হয়ে মাঠ ছাড়ে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। নাগপুরের পিচ নিয়ে হৈচৈ তোলা অজি মিডিয়া যেন বিতর্কের রসদ পেয়ে যায়। সেই নাগপুরেই সেঞ্চুরি হাঁকিয়ে মুখের উপর জবাব দিলেন রোহিত। (ছবি: টুইটার)

নাগপুর টেস্টের প্রথমদিন ১৭৭ রানে অলআউট হয়ে মাঠ ছাড়ে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। নাগপুরের পিচ নিয়ে হৈচৈ তোলা অজি মিডিয়া যেন বিতর্কের রসদ পেয়ে যায়। সেই নাগপুরেই সেঞ্চুরি হাঁকিয়ে মুখের উপর জবাব দিলেন রোহিত। (ছবি: টুইটার)

3 / 8
ভারতীয় বোলারদের অনবদ্য পারফরম্যান্সের পর পালা ব্যাটারদের। এখনও পর্যন্ত রোহিত শর্মা ছাড়া ভারতীয় দলের তারকা ব্যাটিং অর্ডারের কমবেশি সকলকেই ব্যর্থতার খাতায় ফেলা যায়। বিরাট, পূজারা, সূর্যকুমারদের ব্যর্থতার দিনে অনবদ্য হিটম্যান। (ছবি: টুইটার)

ভারতীয় বোলারদের অনবদ্য পারফরম্যান্সের পর পালা ব্যাটারদের। এখনও পর্যন্ত রোহিত শর্মা ছাড়া ভারতীয় দলের তারকা ব্যাটিং অর্ডারের কমবেশি সকলকেই ব্যর্থতার খাতায় ফেলা যায়। বিরাট, পূজারা, সূর্যকুমারদের ব্যর্থতার দিনে অনবদ্য হিটম্যান। (ছবি: টুইটার)

4 / 8
নাগপুর টেস্টের দ্বিতীয় দিনে দেড় বছর পর রোহিত শর্মার ব্যাটে এল টেস্ট শতরান। যে পিচে অজি ব্যাটাররা নাকানিচোবানি খেলেন, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারারা টিকতে পারলেন না সেখানেই অনবদ্য রোহিত। (ছবি: টুইটার)

নাগপুর টেস্টের দ্বিতীয় দিনে দেড় বছর পর রোহিত শর্মার ব্যাটে এল টেস্ট শতরান। যে পিচে অজি ব্যাটাররা নাকানিচোবানি খেলেন, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারারা টিকতে পারলেন না সেখানেই অনবদ্য রোহিত। (ছবি: টুইটার)

5 / 8
এদিন ১৭১ বলে শতরান হাঁকান ভারতীয় দলের ক্যাপ্টেন। শতরানে পৌঁছতে ১৪ টি চার ও ২ টি ছক্কা হাঁকান তিনি। (ছবি: টুইটার)

এদিন ১৭১ বলে শতরান হাঁকান ভারতীয় দলের ক্যাপ্টেন। শতরানে পৌঁছতে ১৪ টি চার ও ২ টি ছক্কা হাঁকান তিনি। (ছবি: টুইটার)

6 / 8
সেই সঙ্গেই প্রথম ভারতীয় ক্যাপ্টেন হিসেবে ওডিআই, টি-২০ ও টেস্ট- তিনটি ফরম্যাটেই শতরান করে রেকর্ড গড়লেন।  (ছবি:টুইটার)

সেই সঙ্গেই প্রথম ভারতীয় ক্যাপ্টেন হিসেবে ওডিআই, টি-২০ ও টেস্ট- তিনটি ফরম্যাটেই শতরান করে রেকর্ড গড়লেন। (ছবি:টুইটার)

7 / 8
টেস্ট ক্রিকেটে রোহিতের এটি তাঁর নবম শতরান। ওপেনার হিসাবে টেস্ট ফরম্যাটে খেলা শুরু করার পর থেকেই পাল্টে গিয়েছে রোহিতের খেলার ধরন। অধিনায়ক হওয়ার পর এটাই তাঁর প্রথম শতরান। (ছবি:টুইটার)

টেস্ট ক্রিকেটে রোহিতের এটি তাঁর নবম শতরান। ওপেনার হিসাবে টেস্ট ফরম্যাটে খেলা শুরু করার পর থেকেই পাল্টে গিয়েছে রোহিতের খেলার ধরন। অধিনায়ক হওয়ার পর এটাই তাঁর প্রথম শতরান। (ছবি:টুইটার)

8 / 8
 ঘটনাচক্রে এই নাগপুরেই জন্ম রোহিত শর্মার। আক্ষরিক অর্থেই নিজের পাড়ায় দাদাগিরি রোহিতের। নিজের জন্মস্থানে দাঁড়িয়ে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি কঠিন সময়ে দেশের জার্সিতে শতরানে নিশ্চিতভাবে গর্বিত অনুভব করছেন রোহিত। নাগপুরবাসীও ঘরের ছেলে অনবদ্য পারফরম্যান্সে গর্বিত। (ছবি:টুইটার)

ঘটনাচক্রে এই নাগপুরেই জন্ম রোহিত শর্মার। আক্ষরিক অর্থেই নিজের পাড়ায় দাদাগিরি রোহিতের। নিজের জন্মস্থানে দাঁড়িয়ে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি কঠিন সময়ে দেশের জার্সিতে শতরানে নিশ্চিতভাবে গর্বিত অনুভব করছেন রোহিত। নাগপুরবাসীও ঘরের ছেলে অনবদ্য পারফরম্যান্সে গর্বিত। (ছবি:টুইটার)

Next Photo Gallery