Darren Sammy: ‘কালু’ বলে ডাকতেন আইপিএলের সতীর্থরা, কার্নিভ্যালে রঙিন মেজাজে ক্যারিবিয়ান ক্রিকেটার

জমিয়ে সেন্ট লুসিয়া কার্নিভ্যাল উপভোগ করছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন সামি। উৎসবের মরসুমে স্ত্রী ড্যানিয়েলের সঙ্গে ফোটোশুট করলেন। সামির ইনস্টাগ্রামে ছবিগুলি জ্বলজ্বল করছে। বাইশ গজের বাইরে অন্যরূপে ধরা দিলেন ড্যারেন সামি।

| Edited By: তিথিমালা মাজী

Jul 27, 2022 | 11:31 AM

1 / 5
জমিয়ে সেন্ট লুসিয়া কার্নিভ্যাল উপভোগ করছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন সামি। উৎসবের মরসুমে স্ত্রী ড্যানিয়েলের সঙ্গে ফোটোশুট করলেন। সামির ইনস্টাগ্রামে ছবিগুলি জ্বলজ্বল করছে। বাইশ গজের বাইরে অন্যরূপে ধরা দিলেন ড্যারেন সামি। (ছবি:ইনস্টাগ্রাম)

জমিয়ে সেন্ট লুসিয়া কার্নিভ্যাল উপভোগ করছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক ড্যারেন সামি। উৎসবের মরসুমে স্ত্রী ড্যানিয়েলের সঙ্গে ফোটোশুট করলেন। সামির ইনস্টাগ্রামে ছবিগুলি জ্বলজ্বল করছে। বাইশ গজের বাইরে অন্যরূপে ধরা দিলেন ড্যারেন সামি। (ছবি:ইনস্টাগ্রাম)

2 / 5
সেন্ট লুসিয়া কার্নিভ্যাল। জুলাই মাসে ক্যারিবিয়ান সংস্কৃতি এবং ঐতিহ্যয়ের উদযাপনের সময়। সেন্ট লুসিয়ার পথঘাটে সেজে ওঠে রং বেরংয়ের সাজে পথে বেরিয়ে সময়টিকে উপভোগ করেন সেখানকার বাসিন্দারা। সেন্ট লুসিয়ার মানুষ হওয়ার সুবাদে সময়টিকে জমিয়ে উপভোগ করছেন ড্যারেন সামি।(ছবি:ইনস্টাগ্রাম)

সেন্ট লুসিয়া কার্নিভ্যাল। জুলাই মাসে ক্যারিবিয়ান সংস্কৃতি এবং ঐতিহ্যয়ের উদযাপনের সময়। সেন্ট লুসিয়ার পথঘাটে সেজে ওঠে রং বেরংয়ের সাজে পথে বেরিয়ে সময়টিকে উপভোগ করেন সেখানকার বাসিন্দারা। সেন্ট লুসিয়ার মানুষ হওয়ার সুবাদে সময়টিকে জমিয়ে উপভোগ করছেন ড্যারেন সামি।(ছবি:ইনস্টাগ্রাম)

3 / 5
ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সফল অধিনায়কদের মধ্যে একজন ৩৮ বছরের ড্যারেন সামি। তাঁর নেতৃত্বে ২০১২ এবং ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ জেতে ক্যারিবিয়ানরা। তা সত্ত্বেও কেরিয়ারে যথেষ্ট চড়াই-উতরাই দেখেছেন। বহুদিন হল জাতীয় দলে খেলেন না। তবে এই সফরে সবসময় পাশে থেকেছেন স্ত্রী ক্যাথি ড্যানিয়েল।(ছবি:ইনস্টাগ্রাম)

ওয়েস্ট ইন্ডিজের অন্যতম সফল অধিনায়কদের মধ্যে একজন ৩৮ বছরের ড্যারেন সামি। তাঁর নেতৃত্বে ২০১২ এবং ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপ জেতে ক্যারিবিয়ানরা। তা সত্ত্বেও কেরিয়ারে যথেষ্ট চড়াই-উতরাই দেখেছেন। বহুদিন হল জাতীয় দলে খেলেন না। তবে এই সফরে সবসময় পাশে থেকেছেন স্ত্রী ক্যাথি ড্যানিয়েল।(ছবি:ইনস্টাগ্রাম)

4 / 5
ক্যাথি একসময় নামী ক্যারিবিয়ান মডেল ছিলেন। ন্যাশনাল কার্নিভ্যাল কুইনের খেতাব জিতছিলেন। তারপর থেকে কার্নিভ্যাল কুইন নামে পরিচিত ক্যাথি ড্যানিয়েল। ২০১০ সালে সামি-ক্যাথির চারহাত এক হয়।(ছবি:ইনস্টাগ্রাম)

ক্যাথি একসময় নামী ক্যারিবিয়ান মডেল ছিলেন। ন্যাশনাল কার্নিভ্যাল কুইনের খেতাব জিতছিলেন। তারপর থেকে কার্নিভ্যাল কুইন নামে পরিচিত ক্যাথি ড্যানিয়েল। ২০১০ সালে সামি-ক্যাথির চারহাত এক হয়।(ছবি:ইনস্টাগ্রাম)

5 / 5
সম্প্রতি সেন্ট লুসিয়া কার্নিভ্যালের সময় মডেল স্ত্রীকে নিয়ে রঙিন ফোটোশুট করালেন ড্যারেন সামি। ক্রিকেটের বাইরে তাঁকে অন্যরূপে দেখল অনুরাগীরা। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় বর্ণবিদ্বেষের গুরুতর অভিযোগ এনে হইচই ফেলে দিয়েছিলেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।(ছবি:ইনস্টাগ্রাম)

সম্প্রতি সেন্ট লুসিয়া কার্নিভ্যালের সময় মডেল স্ত্রীকে নিয়ে রঙিন ফোটোশুট করালেন ড্যারেন সামি। ক্রিকেটের বাইরে তাঁকে অন্যরূপে দেখল অনুরাগীরা। আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় বর্ণবিদ্বেষের গুরুতর অভিযোগ এনে হইচই ফেলে দিয়েছিলেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।(ছবি:ইনস্টাগ্রাম)