
উত্তরপ্রদেশের শাহজাহানপুরের এক কৃষক নিজের কৃষিজমিতে এক অদ্ভুত ফুলকপি চাষ করেছেন। একটি ফুলকপি গাছে একসঙ্গে ৬ টি ফুলকপি হয়েছে। এভাবে একটি গাছে ৬ টি ফুলকপি দেখে সকলেই ভারী অবাক হয়ে গেছেন।

এইরকম আজব ফুলকপি নিয়ে শুধু উত্তরপ্রদেশের শাহজাহানপুরেই আলোচনা হচ্ছে তা নয় এর চর্চা বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়েছে। অন্য অন্য জায়গা থেকে মানুষজন এভাবে একটা গাছে ৬ টি ফুলকপি দেখতে জড়ো হচ্ছেন।

এই ফুলকপির ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সাধারণ মানুষই নন, বিজ্ঞানীরাও অবাক এই ফুলকপি নিয়ে আলোচনায় বসেছেন। এই বিশেষ ফুলকপিটিকে নিয়ে তাঁরা রিসার্চ করছেন।

কৃষক শরণ বাজপেয়ি জানিয়েছেন তাঁর ফার্মে প্রচুর ফুলকপি চাষ হয়েছে কিন্তু এই ভাইরাল কপিটির ক্ষেত্রেই গাছ থেকে অনেক শাখা বেরিয়েছে এবং তারপরেই এভাবে ৬ টি কপি তৈরি হয়েছে।

এই একটি গাছে ৬ টি ফুলকপির ছবি ও ভিডিয়ো ভাইরাল হওয়ার পর তিনি বলেছেন এভাবে যদি প্রতিটা গাছেই এরকম হয় তাহলে কৃষকদের ৫ গুণ বেশি লাভ হবে।