TV9 Bangla Digital | Edited By: megha
Oct 13, 2021 | 3:23 PM
রয়্যাল ব্লু শাড়িতে নজর কেড়েছেন আলিয়া ভাট। তার সঙ্গে পরেছেন গোলাপি আভার চোকার ও নেকপিস আর মাথায় টিকলি। ন্যুড মেকআপেও সুন্দর দেখাচ্ছে আলিয়াকে।
ফ্লোরাল প্রিন্টের লেহেঙ্গা খুঁজছেন? বেছে নিতে পারেন ক্যাটরিনার এই লুক।
আপনার যদি লেহেঙ্গা পছন্দ হয় এবং আপনি যদি এলিগেন্ট লুক খুঁজে থাকেন তাহলে অনুপ্রেরণা নিন মাধুরী দীক্ষিতের থেকে। ওমব্রে নীল লেহেঙ্গার সঙ্গে ডায়মন্ডের সেটে নজর কাড়ছেন অভিনেত্রী।
ব্যাকলেস নীল রঙের লেহেঙ্গা পরেছেন কৃতি শ্যানন। আর সঙ্গে বড় ঝুমকা ও ম্যাচিং টিকলি।
অন্যান্য দিনের তুলনায় আজকের লুক হোক জমকালো, যেহেতু অষ্টমী বলে কথা। বেছে নিতে পারেন হিনা খানের মত এমব্রয়ডারি কাজের লেহেঙ্গা।
অষ্টমীর সন্ধ্যায় নজর কাড়তে চান? তাহলে বাকেটলিস্টে রাখুন খুশি কাপুরের মত এই লেহেঙ্গা।