ম্যাচ শেষ হতেই রংমশাল ও আতসবাজিতে ছেয়ে গিয়েছিল হাওড়ার মেয়ে হৃষিতা বসুর বাড়ির অলিগলি। (ছবি নিজস্ব)
যে বাড়ির মেয়ে বিশ্ব চ্যাম্পিয়ন, তাঁরা কি চুপ করে বসে থাকতে পারেন? উইকেটকিপার-ব্যাটার হৃষিতা বসুর হাওড়ার বাড়িতে আজ অকাল দিওয়ালি। (ছবি নিজস্ব)
ম্যাচ যতক্ষণ চলল, ঠায় টিভির সামনে বসেছিলেন শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষের মা। (ছবি নিজস্ব)
ভারতের মেয়েরা বিশ্বকাপ জিততেই রিচার বাড়িতে শুরু হয় মিষ্টিমুখ। বাড়িতে ভিড় করেছেন প্রতিবেশি, আত্মীয় স্বজনরা। (ছবি নিজস্ব)
শিষ্যার পারফরম্যান্সে বেজায় খুশি চুঁচুড়ার তিতাসের কোচ প্রিয়ঙ্কর মুখোপাধ্যায়। বলছেন, "সবচেয়ে বেশি খুশি বোধহয় আজ আমিই। সেরা পারফরম্যান্স।" (ছবি নিজস্ব)
বিশ্বকাপ ফাইনালের সেরা হয়েছেন তিতাস সাধু। মোটেও অবাক নন তিতাসের বাবা রনদীপ সাধু। বলছেন, "বড় টুর্নামেন্টে ভালো খেলার প্রবণতা সবসময় রয়েছে তিতাসের।" (ছবি নিজস্ব)
বুক ভরে যাচ্ছে গর্বে। ম্যাচের পর ঝরঝরে ইংরেজিতে সাক্ষাৎকার দিচ্ছে মেয়ে। গর্বিত রণদীপ বাবুর মুগ্ধ চোখ মুঠোফোনে।(ছবি নিজস্ব)
শুধু হাওড়া, শিলিগুড়ি বা চুঁচুড়া নয়, সারাদেশ, সারা বাংলায় আজ বন্দিত তিতাস, রিচারা। এখন শুধু বিশ্ব চ্যাম্পিয়নদের বাড়ি ফেরার অপেক্ষা।(ছবি নিজস্ব)