Bollywood Dark Truth: নেশায় উন্মত্ত জীবন, ফলাফল হৃদরোগ! রিহ্যাবে যেতে হয় এই ৫ বলি-তারকাকে
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Nov 26, 2022 | 5:55 PM
Bollywood Dark Truth: বলিউডের বিরুদ্ধে অভিযোগ-- তা নাকি নেশার আখড়া। প্রদীপের নীচেই নাকি রয়েছে অন্ধকার। সবাই যে এমন তা নয়, তবে নেশায় ডুবে গিয়ে পথভ্রষ্ট হয়েছেন এমন উদাহরণ কিন্তু বলিউডে রয়েছে বহু। কেউ আক্রান্ত হয়েছেন হৃদরোগে আবার কাউকে যেতে হয়েছে রিহ্যাবে। তালিকায় রয়েছেন এই ৫ বলি তারকা।
1 / 6
বলিউডের বিরুদ্ধে অভিযোগ-- তা নাকি নেশার আখড়া। প্রদীপের নীচেই নাকি রয়েছে অন্ধকার। সবাই যে এমন তা নয়, তবে নেশায় ডুবে গিয়ে পথভ্রষ্ট হয়েছেন এমন উদাহরণ কিন্তু বলিউডে রয়েছে বহু। কেউ আক্রান্ত হয়েছেন হৃদরোগে আবার কাউকে যেতে হয়েছে রিহ্যাবে। তালিকায় রয়েছেন এই ৫ বলি তারকা।
2 / 6
তালিকায় প্রথমেই রয়েছে অনুরাগ কাশ্যপ। নিজের মুখেই স্বীকার করেছিলেন এক সময় নেশায় ডুবে গিয়েছিল তাঁর জীবন। একবার নয় টানা তিন বার রিহ্যাবে যেতে হয়েছিল তাঁকে। তাঁর কথায়, "শরীর মারাত্মক খারাপ হয়ে গিয়েছিল আমার। আমি হতাশায় ডুবে যেতে থাকি। বুঝতেই পারছিলাম না কী করব!" সে সময় হৃদরোগেও আক্রান্তও হন অনুরাগ। অবশেষে রিহ্যাবে গিয়ে সুস্থ হয়ে আবারও জীবনের মূল স্রোতে ফিরে আসেন তিনি।
3 / 6
কমেডিয়ান কপিল শর্মার জীবনেও নেমে আসে এক অন্ধকার অধ্যায়। শোনা যায় মদের নেশায় আসক্ত হয়ে পড়েছিলেন তিনি। অবস্থা এতটাই হাতের বাইরে চলে যায় যে তাঁকে রিহ্যাবে যেতে হয়। যদিও রিহ্যাব থেকে সুস্থ হয়েই বেরিয়ে আসেন তিনি।
4 / 6
তাঁর মিষ্টি হাসির নেশায় একদা বুঁদ ছিল তামাম নেটিজেন। তিনি মনীষা কৈরালা। শোনা যায় মদে আসক্ত হয়ে পড়েন তিনি। নেশা ছাড়ানোর জন্য তাঁকে নাকি যেতে হয় রিহ্যাবে।
5 / 6
কিছু বছর আগেও র্যাপার হানি সিংয়ের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। মাঝে তিনি হারিয়ে যান। শোনা যায়, নেশায় আচ্ছন্ন হয়ে পড়ে তাঁর জীবন। তাঁর স্ত্রীও তাঁর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন। শোনা যায় নেশা থেকে মুক্ত হতে দীর্ঘ সময় রিহ্যাবে কাটিয়েছেন হানি। যদিও হানি মানতে চাননি। তিনি জানিয়েছিলেন তিনি নাকি বাইপোলার ডিসঅর্ডারে আক্রান্ত হয়েছিলেন।
6 / 6
সঞ্জয় দত্তের জীবনী নিয়ে হয়েছে ওই ছবি। তিনি যে মাদকে আসক্ত ছিলেন এ কথা কারও অজানা নয়। এক মাস দু'মাস নয় প্রায় দুই বছর নেশামুক্তি কেন্দ্রে কাটাতে হয়েছে তাঁকে। তিনি যে নেশাতুর বহুদিন পর্যন্ত তা নিজেও মেনে নিতে পারেননি সঞ্জয়।