Bollywood Gossip: প্রকাশ্যেই জনতার কাছে সজোরে চড় খেয়েছেন এই ৫ সেলেব! তালিকায় রয়েছেন এক খানও

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Aug 05, 2022 | 10:31 AM

Bollywood: অস্কারের মঞ্চে ক্রিস রককে চড় কষিয়েছিলেন উইল স্মিথ। তা নিয়ে কম বিতর্ক হয়নি। স্মিথ ক্ষমা চাইতে বাধ্য হন রকের কাছে। অন্যদিকে বলিউডেও ঘটেছে এমন কিছু ঘটনা। তবে সেলেব-সেলেব মারপিট নয়। বরং জনতার কাছেই থাপ্পড় খেয়েছেন বলিউডের এই পাঁচ সেলেব। তালিকায় রয়েছে এক খানও।

1 / 6
অস্কারের মঞ্চে ক্রিস রককে চড় কষিয়েছিলেন উইল স্মিথ। তা নিয়ে কম বিতর্ক হয়নি। স্মিথ ক্ষমা চাইতে বাধ্য হন রকের কাছে। অন্যদিকে বলিউডেও ঘটেছে এমন কিছু ঘটনা। তবে সেলেব-সেলেব মারপিট নয়। বরং জনতার কাছেই থাপ্পড় খেয়েছেন বলিউডের এই পাঁচ সেলেব। তালিকায় রয়েছে এক খানও।

অস্কারের মঞ্চে ক্রিস রককে চড় কষিয়েছিলেন উইল স্মিথ। তা নিয়ে কম বিতর্ক হয়নি। স্মিথ ক্ষমা চাইতে বাধ্য হন রকের কাছে। অন্যদিকে বলিউডেও ঘটেছে এমন কিছু ঘটনা। তবে সেলেব-সেলেব মারপিট নয়। বরং জনতার কাছেই থাপ্পড় খেয়েছেন বলিউডের এই পাঁচ সেলেব। তালিকায় রয়েছে এক খানও।

2 / 6
এক পানশালায় মহিলার কাছে মার খেয়েছিলেন আদিত্য। শোনা যায়, অত্যধিক মদ খেয়ে সেই মেয়েকে নানা বিষয়ে কটাক্ষ করে বসেন আদিত্য নারায়ণ।

এক পানশালায় মহিলার কাছে মার খেয়েছিলেন আদিত্য। শোনা যায়, অত্যধিক মদ খেয়ে সেই মেয়েকে নানা বিষয়ে কটাক্ষ করে বসেন আদিত্য নারায়ণ।

3 / 6
অন্যদিকে ভয়াবহ ঘটনার শিকার হতে হয় মল্লিকা শেরায়ওয়াতকে। প্যারিসে তাঁর বাড়িতে তিন জন মুখ ঢেকে হাজির হয়। প্রবল মারধর করা হয় অভিনেত্রীকে।

অন্যদিকে ভয়াবহ ঘটনার শিকার হতে হয় মল্লিকা শেরায়ওয়াতকে। প্যারিসে তাঁর বাড়িতে তিন জন মুখ ঢেকে হাজির হয়। প্রবল মারধর করা হয় অভিনেত্রীকে।

4 / 6
এক অনুষ্ঠানে গওহর খান হাজির হয়েছিলেন। ছিলেন স্টেজে। আচমকাই মঞ্চে উঠে এক ব্যক্তি সপাটে চড় কষিয়ে দেন গওহরের গালে। জেরায় ওই ব্যক্রি জানিয়েছেন, গওহরের পোশাক খোলামেলা ক্যানো তা নিয়েই আপত্তি ছিল। আর সেই কারণে গওহরকে সামনে  পেয়ে চড় কষিয়ে দেন তিনি।

এক অনুষ্ঠানে গওহর খান হাজির হয়েছিলেন। ছিলেন স্টেজে। আচমকাই মঞ্চে উঠে এক ব্যক্তি সপাটে চড় কষিয়ে দেন গওহরের গালে। জেরায় ওই ব্যক্রি জানিয়েছেন, গওহরের পোশাক খোলামেলা ক্যানো তা নিয়েই আপত্তি ছিল। আর সেই কারণে গওহরকে সামনে পেয়ে চড় কষিয়ে দেন তিনি।

5 / 6
কলকাতায় নাকি ঝামেলার মুখোমুখি হতে হয়েছিল শক্তি কাপুরকে, শোনা যায় নিজের দুই বন্ধুর হাতেই মার খেয়েছিলেন তিনি।

কলকাতায় নাকি ঝামেলার মুখোমুখি হতে হয়েছিল শক্তি কাপুরকে, শোনা যায় নিজের দুই বন্ধুর হাতেই মার খেয়েছিলেন তিনি।

6 / 6
শুরুতেই বলেছিলাম এক খানের কথা। তিনি আর কেউ নন ভাইজান সলমন খান। এক পার্টিতে এক তরুণীর কাছ মার খেতে হয় তাঁকে। পার্টিটি ছিল সলমনের। শোনা যায় ওই তরুণী নাকি কাউকেই ছাড়েনি সেদিন । ভাই সোহেল খান ও সুস্মিতা সেনকেও  সেদিন অপমনিত হতে হয় ওই ব্যক্তির দাঁড়া!

শুরুতেই বলেছিলাম এক খানের কথা। তিনি আর কেউ নন ভাইজান সলমন খান। এক পার্টিতে এক তরুণীর কাছ মার খেতে হয় তাঁকে। পার্টিটি ছিল সলমনের। শোনা যায় ওই তরুণী নাকি কাউকেই ছাড়েনি সেদিন । ভাই সোহেল খান ও সুস্মিতা সেনকেও সেদিন অপমনিত হতে হয় ওই ব্যক্তির দাঁড়া!

Next Photo Gallery