National Handloom Day: হ্যান্ডলুম প্রেমে বলিউডের ডিভারা! ছবিতে দেখুন
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Aug 08, 2021 | 5:27 PM
ভারতীয়দের শাড়ির প্রতি অমোঘ প্রেম রয়েছে তার প্রমাণের কথা এখানে নাই বা বললাম। বলিউড ডিভা কঙ্গনা রাণাওয়াত, সোনম কাপুর, বিদ্যা বালান, রেখা, ঐশ্বর্যা-সহ প্রায় সব অভিনেত্রীরাই হ্য়ান্ডলুম শাড়ির প্রতি দুর্বলতা রয়েছে। সিনেমায় অভিনয়ের পাশাপাশি স্টাইল ও ফ্যাশনের জন্য দেশি তাঁত পরতেপছন্দ করেন।
1 / 6
জাতীয় হ্যান্ডলুম দিবসে বলিউড ডিভাদের হ্যান্ডলুম নিয়ে পছন্দ-অপছন্দের কিছু কথা এখানে জানানো হল, দেখুন...
2 / 6
পরিবেশ সচেতন এই বলি-নায়িকা ফ্যাশন স্টেটমেন্টেও বেশ খুঁতখুঁতে। ইকোফ্রেন্ডলি ও আরামদায়ক টেকসই আউটফিটের মধ্যে শাড়ি ও কুর্তাই পছন্দ করেন। ডিজাইনার হ্য়ান্ডলুমে ন্যাচারাল ও হাতে বোনা ফেব্রিককেই বেশি প্রাধান্য দেন দিয়া।
3 / 6
বলি ফ্যাশন ইন্ডাস্ট্রির ফ্যাশনিস্তা সোনম কাপুরের টপ ব্র্যান্ডের পোশাকই পছন্দ। তবে দেশি ও ট্র্যাডিশনাল টেক্সটাইলের প্রতি তাঁর আলাদা ভালবাসা রয়েছে। ডিজাইনার আবু জানি ও সন্দীপ খোসলার যুগলের ডিজাইন কালারফুল খাদি শাড়ি পরতে পছন্দ করেন সোনম।
4 / 6
ভারতীয় সিনেমা জগতের সবচেয়ে বিতর্কিত এই নায়িকা ট্র্যাডিশলান হ্যান্ডলুমের প্রতি দুর্বলতা রয়েছে। ডিজাইনার বা হ্য়ান্ডলুমের ডিজাইনার শাড়ি তাঁর প্রথম পছন্দ। এয়ারপোর্ট লুক বা মিডিয়ার সামনে হামেশাই সুতির বা লিনেনের শাড়ি পরতে দেখা যায় কঙ্গনাকে।
5 / 6
এই ভার্সেটাইল অভিনেত্রীর ওয়্যার্ড্রোবে শাড়ির কালেকশন দেখলে চমতে যেতে হয়। কালারফুল হ্যান্ডলুম কারাকুড়ি চেট্টিনাদ কটম শাড়ি তিনি বেশি পছন্দ করেন। চেন্নাইয়ের সবচেয়ে জনপ্রিয় এই চেকারড প্যাটার্নের শাড়ি বিদ্যাকে বহুবার দেখা গিয়েছে। ভারতের চেন্নাই-কারাইকুড়ি এলাকায় এই শাড়ি তৈরি করেন তাঁতিরা।
6 / 6
যে কোনও অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বা সিনেমার পর্দায় সুন্দর সুন্দর অপূ্ব সব শাড়ি পরতে দেখা যায় তাঁকে। রেড কার্টে অনুষ্ঠানেও তাঁর পছন্দের শাড়ি পরতে দেখা যায়। শাড়ির প্রতি তাঁর যে আকর্ষণ রয়েছে তা বারে বারে প্রমাণ পাওয়া যায়। চান্দেরি কিংবা প্রাচীন কাঞ্চিভরম শাড়ি রেখার প্রিয় শাড়িগুলির মধ্যে অন্যতম।