BSF: পালিত হচ্ছে মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছর! সীমান্তে একাধিক অনুষ্ঠান

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 14, 2021 | 7:39 PM

Siliguri: আজ দু'দেশের তরফে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন উত্তরবঙ্গ বিএসএফের আইজি।

1 / 5
বাংলাদেশের মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছরে সেজে উঠছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্ত।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের পঞ্চাশ বছরে সেজে উঠছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির ভারত-বাংলাদেশ সীমান্ত।

2 / 5
আজ দু'দেশের তরফে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ  দেন উত্তরবঙ্গ বিএসএফের আইজি।

আজ দু'দেশের তরফে যৌথ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন উত্তরবঙ্গ বিএসএফের আইজি।

3 / 5
আইজি রবি গান্ধী জানান, খুব দ্রুত এখানে ফের শুরু হচ্ছে যৌথ মহড়া। ওয়াঘার ধাঁচে সাজিয়ে তোলা হচ্ছে সীমান্ত।

আইজি রবি গান্ধী জানান, খুব দ্রুত এখানে ফের শুরু হচ্ছে যৌথ মহড়া। ওয়াঘার ধাঁচে সাজিয়ে তোলা হচ্ছে সীমান্ত।

4 / 5
এর আগে যৌথ মহড়া শুরু হলেও কোভিডের কারণে তা বন্ধ হয়ে যায়। এবার কোভিড মিটতেই আগামী ১৬ ডিসেম্বর দু দেশের এই যৌথ মহড়া হবে।

এর আগে যৌথ মহড়া শুরু হলেও কোভিডের কারণে তা বন্ধ হয়ে যায়। এবার কোভিড মিটতেই আগামী ১৬ ডিসেম্বর দু দেশের এই যৌথ মহড়া হবে।

5 / 5
শাপাশি আইজি জানান, আজ ঐতিহাসিক মুহুর্ত। পাকিস্থানকে হারিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধের জয় উদযাপন করছে দুই দেশ। তাই প্রত্যেক ভারত-বাংলাদেশ সীমান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

শাপাশি আইজি জানান, আজ ঐতিহাসিক মুহুর্ত। পাকিস্থানকে হারিয়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধের জয় উদযাপন করছে দুই দেশ। তাই প্রত্যেক ভারত-বাংলাদেশ সীমান্তে নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

Next Photo Gallery