
লিগের শেষ ম্যাচে মাঠে নামার আগেই কলকাতা লিগ চ্যাম্পিয়নের খেতাব জিতে নিয়েছিল মহমেডান স্পোর্টিং ক্লাব। তাই আজ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচটি ছিল নেহাতই নিয়মরক্ষার। তবু মিনি ডার্বি জিতে উৎসবে মাততে চাইছিল সাদা-কালোরা।(ছবি: মহমেডান স্পোর্টিং ক্লাব)

মহমেডান দলের সদস্যদের সেই বাসনা পূর্ণ হল না। মঙ্গলবার কিশোরভারতী স্টেডিয়ামে লিগের শেষ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।(ছবি: মহমেডান স্পোর্টিং ক্লাব)

সুপার ফাইভের ম্যাচে ৩৪ মিনিটে পিছিয়ে যায় কলকাতা লিগ চ্যাম্পিয়নরা। ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন বিবেক সিং।(ছবি: মহমেডান স্পোর্টিং ক্লাব)

শেষ মুহূর্তে হার বাঁচিয়েছে মহমেডান স্পোর্টিং। সংযুক্ত সময়ে ফজলু রহমানের গোলে সমতা ফেরায় তারা। ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। (ছবি: মহমেডান স্পোর্টিং ক্লাব)

এই নিয়ে টানা দু'বার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হল মহমেডান। মঙ্গলবারের ম্যাচের পর লিগ জয়ের সেলিব্রেশনে মাতে ব্ল্যাক প্যান্থার্সরা। (ছবি: মহমেডান স্পোর্টিং ক্লাব)