Narayan Debnath Works: নারায়ণ দেবনাথের তৈরি করে যাওয়া কিছু চরিত্র অমর থেকেই যাবে, এক নজরে তাঁর কিছু সৃষ্টি…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Jan 18, 2022 | 11:48 AM

হাঁদা-ভোঁদা, বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টের স্রষ্টাকে সুস্থ করে তুলতে কোনও ত্রুটি রাখেননি চিকিৎসকরা। কিন্তু বয়সের কারণে কিছুটা সমস্যা হচ্ছিলই। মঙ্গলবার মিন্টো পার্কের একটি নার্সিংহোমে সকাল ১০টা ১৫ মিনিটে প্রয়াত হন নারায়ণ দেবনাথ।

1 / 6
নন্টে ফন্টের প্রথম প্রকাশ ১৯৬৯ সালে। জনপ্রিয়তার এমন এক পর্যায়ে এই চরিত্র জুটি পৌঁছয় যে পরবর্তীকালে টিভিতেও দেখানো হয়েছিল নিয়মিতভাবে।

নন্টে ফন্টের প্রথম প্রকাশ ১৯৬৯ সালে। জনপ্রিয়তার এমন এক পর্যায়ে এই চরিত্র জুটি পৌঁছয় যে পরবর্তীকালে টিভিতেও দেখানো হয়েছিল নিয়মিতভাবে।

2 / 6
১৯৬৫ সালে প্রথম প্রকাশ বাঁটুল দ্য গ্রেট কমিকের। তারপর থেকে ক্রমাগত অমরত্ব পেতে থাকে নারায়ণ দেবনাথের এই সৃষ্টি।

১৯৬৫ সালে প্রথম প্রকাশ বাঁটুল দ্য গ্রেট কমিকের। তারপর থেকে ক্রমাগত অমরত্ব পেতে থাকে নারায়ণ দেবনাথের এই সৃষ্টি।

3 / 6
হাঁদা-ভোঁদা প্রথম প্রকাশিত হয় ১৯৬২ সালে। তারপর থেকেই ক্রমেই জনপ্রিয়তার শিখরে ওঠে এই কমিকস।

হাঁদা-ভোঁদা প্রথম প্রকাশিত হয় ১৯৬২ সালে। তারপর থেকেই ক্রমেই জনপ্রিয়তার শিখরে ওঠে এই কমিকস।

4 / 6
পটলচাঁদ দ্য ম্যাজিশিয়ান খুব বেশি প্রচলিত না হলেও বিশিষ্ট মহলে এই কমিকের বেশ কদর তৈরি হয়েছিল।

পটলচাঁদ দ্য ম্যাজিশিয়ান খুব বেশি প্রচলিত না হলেও বিশিষ্ট মহলে এই কমিকের বেশ কদর তৈরি হয়েছিল।

5 / 6
ব্ল্যাক ডায়ামন্ড ইন্দ্রজিৎ রায় নারায়ন দেবনাথের শেষের দিকের সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম। দারুণ মজা আর অ্যাডভেঞ্চারে ঠাসা এই কমিকের যথেষ্ট জনপ্রিয়তা ছিল।

ব্ল্যাক ডায়ামন্ড ইন্দ্রজিৎ রায় নারায়ন দেবনাথের শেষের দিকের সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম। দারুণ মজা আর অ্যাডভেঞ্চারে ঠাসা এই কমিকের যথেষ্ট জনপ্রিয়তা ছিল।

6 / 6
দমফাটা হাসির গল্প দিয়ে তৈরি 'বাহাদুর বেড়াল' কমিক ছতদের হাসি উদ্রেকের সেরা হাতিয়ার। নারায়ণ দেবনাথের তৈরি এই চরিত্রকে নিয়ে পরবর্তীকালে বেশ কিছু কমিকসও লেখা হয়েছে।

দমফাটা হাসির গল্প দিয়ে তৈরি 'বাহাদুর বেড়াল' কমিক ছতদের হাসি উদ্রেকের সেরা হাতিয়ার। নারায়ণ দেবনাথের তৈরি এই চরিত্রকে নিয়ে পরবর্তীকালে বেশ কিছু কমিকসও লেখা হয়েছে।

Next Photo Gallery