TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য
Aug 26, 2021 | 1:25 PM
মা হতে চলেছেন অভিনেত্রী চারু অসপা সেন। সম্পর্কে তিনি অভিনেত্রী সুস্মিতা সেনের ভাইয়ের স্ত্রী।
সদ্য চারুর বেবি শাওয়ার অনুষ্ঠিত হল। পরিবারের সদস্য এবং বন্ধুরা উপস্থিত ছিলেন সেই অনুষ্ঠানে।
ননদের মতোই হোক সন্তান, এটাই চান চারু। এ কথা প্রেগন্যান্সির শুরুতেই জানিয়েছিলেন তিনি।
চারু জানিয়েছিলেন, সুস্মিতা তাঁর দেখা এমন মানুষ, যাঁর কোনও কিছুতেই কোনও পক্ষপাতিত্ব নেই। সুস্মিতার আদর্শ মেনে চলেন তিনিও।
প্রতিদিন তাঁর স্বাস্থ্যের খোঁজ নেন সুস্মিতা। চারু চান, তাঁর সন্তান হোক সুস্মিতার মতোই।
চারু আরও জানান, প্রেগন্যান্সির ছ’সপ্তাহে তিনি প্রথম সোনোগ্রাফি করেন। সে সময় সন্তানের হৃদস্পন্দন শোনেন। নিজের ভিতরে আরও একটা প্রাণের স্পন্দন শোনার অভিজ্ঞতা ভাষায় ব্যখ্যা করা সম্ভব নয় বলে জানিয়েছেন অভিনেত্রী।
‘মেরে অঙ্গনে মে’-র অভিনেত্রীর আপাতত প্রায়োরিটি মাতৃত্ব। সন্তানের জন্মের পর কিছুদিন পরিবারে সময় দেবেন।
সন্তান কিছুটা বড় হলে ফের কাজে ফেরার ইচ্ছে রয়েছে বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন চারু। আপাতত জীবনের এই বিশেষ পর্ব এনজয় করতে চান তিনি।
সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করার পরই চারুকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সহকর্মীরা। আর কয়েকদিন পরের পরিবারে আসছে নতুন অতিথি।
অনেক দিন পর সুস্মিতাদের পরিবারে আসছে সন্তান। উত্তেজিত নায়িকার দুই দত্তক কন্যা রেনে এবং আলিশাও।