
নতুন বছরকে ওয়েলকাম করতে একান্তে সময় কাটাচ্ছেন অভিনেতা শাহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা রাজপুত। তবে কোথায় রয়েছেন তাঁরা তা প্রকাশ্যে আনছেন না অভিনেতা।

সুইমিংপুলের মধ্যে রিল্যাক্স মুডে, শার্টলেস একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেতা। সূর্যের আলোয় আরও চকচক করছে তাঁর টোনড বডি।

এই ছবি দিয়েই ফ্যানদের নিউ ইয়ার উইশ করেছেন তিনি। হিরোর ছবির নীচে রয়েছে ফ্যানদের ভুরিভুরি কমেন্ট। শাহিদের এই ওয়াইল্ড লুক যেন আরও বাড়িয়ে দিচ্ছে জানুয়ারির তাপমাত্রা।

তাঁর সঙ্গে এই হলি ডে ট্রিপে যোগ দিয়েছেন মিসেস কাপুর। সমুদ্রকে সাক্ষী রেখে শাহিদের কাঁধ জড়িয়ে 'সান কিসড' ছবি তুললেন তিনি।

. নিজের ইনস্টাগ্রামে এই ছবি পোস্ট করেছেন মীরা। শাহিদের চোখে সানগ্লাস আর মীরার মুখে এক গাল হাসি। পুরো যেন 'পিকচার পারফেক্ট' জুটি।

লাইম লাইট থেকে দূরে থাকতেই কোথায় রয়েছেন তা প্রকাশ্যে আনছেন না তাঁরা। ছবিতে কোথাও নেই ছোট্ট মিশা ও জেন। সন্তানদের ছাড়াই কি তবে বর্ষবরণ?

নতুন বছরের শুরুতে অজানা ডেস্টিনেশনে এককথায় জমে উঠেছে শাহিদ-মীরার প্রেম।