
জাঁকিয়ে পড়েছে শীত। আর শীতকাল মানেই গরম জলে স্নান। অনেকে আবার সারা বছরই গরম জলে স্নান করেন। (ছবি:Pinterest)

গরম জলে স্নান করা কি শরীরের পক্ষে ভালো? এই নিয়ে সংশয় রয়েছে। এ বার জানুন এই বিষয়ে বিশেষজ্ঞরা কী বলছেন। (ছবি:Pinterest)

শীতকালে গরম জলে স্নান করার যেমন কিছু সুবিধা রয়েছে তেমনই রয়েছে অসুবিধাও। প্রথমে আসা যাক সুবিধাগুলোতে। (ছবি:Pinterest)

শীতকালে গরম জলে স্নান করলে মানসিক চাপ কমে। স্ট্রেস কমানোর জন্য তাই গরম জলে স্নান করতে পারেন। এ ছাড়া গরম জলে স্নান করলে রাতে ঘুম ভালো হয়। (ছবি:Pinterest)

গরম জলে স্নান করলে পেশির ব্যথা কমে। যাঁরা জয়েন্টের ব্যথার সমস্যায় ভোগেন তাঁরা গোটা শীতে গরম জলে স্নান করুন। (ছবি:Pinterest)

বিশেষজ্ঞদের মতে গরম জলে স্নান করলে হার্টও ভালো থাকে। তবে গরম জল সবার জন্য নয়। যাঁদের ত্বকে এগজিমা, সোরিয়াসিসের মতো সমস্যা আছে তাঁরা গরম জলে স্নান করবেন না। (ছবি:Pinterest)

এ ছাড়া যাঁদের লিভারের বা হজমের সমস্যা রয়েছে তাঁরা গরমের পরিবর্তে ঠান্ডা জলে স্নান করলে বেশি উপকার পাবেন। (ছবি:Pinterest)

পেট ফাঁপা বা বদহজমের সমস্যায় গরম জলে স্নান করলে আরও বিপদ বাড়তে পারে। কারণ এতে পেট গরম হয়ে যায়। (ছবি:Pinterest)