International Lefthanders Day: নরেন্দ্র মোদী থেকে কপিল শর্মা, বাঁ হাতিদের তালিকায় আছেন আর কারা?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Aug 13, 2022 | 7:24 AM

Indian Lefthander Celebrities: আজ ১৩ অগস্ট। আজ আন্তর্জাতিক বাঁ হাতি দিবস। একটা সময় বাঁ হাতিদের কটাক্ষ করা হত। এখন তাঁদের নিয়েই মাতামাতি করে দুনিয়া। মনে করা হয়, বাঁ হাতিরা তুলনায় বেশি প্রতিভাবান। ভারতীয় সেলেব মহলে রয়েছেন সে রকমই বাঁ হাতিরা...

1 / 6
অমিতাভ বচ্চন - বিশ্বের অন্যতম বাঁ হাতিদের মধ্যে একজন অমিতাভ বচ্চন। কিছু ক্ষেত্রে তিনি ডান হাতেও সমান পারদর্শী। তাঁর পুত্র অভিষেকও বাঁ হাতি। কেবল অমিতাভ নন, ভারতীয় অভিনেতাদের তালিকায় আছেন আরও বাঁ হাতি। যেমন রজনীকান্ত, সোনাক্ষী সিনহা, সানি লিওনি, আদিত্য রায় কাপুর, অভয় দেওলরা।

অমিতাভ বচ্চন - বিশ্বের অন্যতম বাঁ হাতিদের মধ্যে একজন অমিতাভ বচ্চন। কিছু ক্ষেত্রে তিনি ডান হাতেও সমান পারদর্শী। তাঁর পুত্র অভিষেকও বাঁ হাতি। কেবল অমিতাভ নন, ভারতীয় অভিনেতাদের তালিকায় আছেন আরও বাঁ হাতি। যেমন রজনীকান্ত, সোনাক্ষী সিনহা, সানি লিওনি, আদিত্য রায় কাপুর, অভয় দেওলরা।

2 / 6
নরেন্দ্র মোদী - জানেন কি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে বাঁ হাতি। বিশ্ব রাজনীতিতে তাঁকে অন্যতম শক্তিশালী নেতা বলে মনে করা হয়। কিন্তু এ কথাও সত্যি, লেখালেখির ক্ষেত্রে ডান হাতটাই ব্যবহার করেন নরেন্দ্র মোদী। খাবার খাওয়া কিংবা খেলার সময় তিনি ব্যবহার করেন বাঁ হাত। নরেন্দ্র মোদীর মতো মহাত্মা গান্ধীও বাঁ হাতি ছিলেন।

নরেন্দ্র মোদী - জানেন কি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে বাঁ হাতি। বিশ্ব রাজনীতিতে তাঁকে অন্যতম শক্তিশালী নেতা বলে মনে করা হয়। কিন্তু এ কথাও সত্যি, লেখালেখির ক্ষেত্রে ডান হাতটাই ব্যবহার করেন নরেন্দ্র মোদী। খাবার খাওয়া কিংবা খেলার সময় তিনি ব্যবহার করেন বাঁ হাত। নরেন্দ্র মোদীর মতো মহাত্মা গান্ধীও বাঁ হাতি ছিলেন।

3 / 6
সচিন তেন্ডুলকর - ভারতীয় ক্রিকেটের ভগবান বলা হয় যে সচিনকে, তিনি বাঁ হাতি। যদিও তালিকায় আছে আরও অনেক ক্রিকেটারের নাম। সচিন যেমন বাঁ হাতে লেখেন, ডান হাতে ব্যাট করেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে বিষয়টা একেবারেই উল্টো। তিনি বাঁ হাতে ব্যাট করেন ও ডান হাতে লেখেন। এ ছাড়াও যুবরাজ সিং, জাহির খান, ইরফান পাঠানরাও বাঁ হাতি ক্রিকেটার।

সচিন তেন্ডুলকর - ভারতীয় ক্রিকেটের ভগবান বলা হয় যে সচিনকে, তিনি বাঁ হাতি। যদিও তালিকায় আছে আরও অনেক ক্রিকেটারের নাম। সচিন যেমন বাঁ হাতে লেখেন, ডান হাতে ব্যাট করেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রে বিষয়টা একেবারেই উল্টো। তিনি বাঁ হাতে ব্যাট করেন ও ডান হাতে লেখেন। এ ছাড়াও যুবরাজ সিং, জাহির খান, ইরফান পাঠানরাও বাঁ হাতি ক্রিকেটার।

4 / 6
রতন টাটা - ভারতের অন্যতম সেরা শিল্পপতিদের মধ্যে একজন টাটা গ্রুপের রতন টাকা। অমায়িক ও মাটির মানুষ রতনও বাঁ হাতি। বাঁ হাতিদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থাও করেছিল টাটা গ্রুপ। সেই প্রথা চলেছিল ২০১৫ সাল পর্যন্ত।

রতন টাটা - ভারতের অন্যতম সেরা শিল্পপতিদের মধ্যে একজন টাটা গ্রুপের রতন টাকা। অমায়িক ও মাটির মানুষ রতনও বাঁ হাতি। বাঁ হাতিদের জন্য বিশেষ স্কলারশিপের ব্যবস্থাও করেছিল টাটা গ্রুপ। সেই প্রথা চলেছিল ২০১৫ সাল পর্যন্ত।

5 / 6
করণ জোহর - ভারতীয় ছবি নির্মাতা, চিত্রনাট্যকার ও কস্টিউম ডিজ়াইনার করণ জোহর পুরোপুরি বাঁ হাতি।

করণ জোহর - ভারতীয় ছবি নির্মাতা, চিত্রনাট্যকার ও কস্টিউম ডিজ়াইনার করণ জোহর পুরোপুরি বাঁ হাতি।

6 / 6
কপিল শর্মা - ভারতীয় কমেডির রাজা কপিল শর্মা আসলে যে বাঁ হাতি, জানতেন?

কপিল শর্মা - ভারতীয় কমেডির রাজা কপিল শর্মা আসলে যে বাঁ হাতি, জানতেন?

Next Photo Gallery