Tollywood Gossip: নিত্য চলে গালাগাল, শুনতে হয় কুকথাও! মিঠুন চক্রবর্তীর বড় বৌমাকে চেনেন?
TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস
Jun 26, 2022 | 2:59 PM
Tollywood Gossip: নাম মাদালসা শর্মা। বিবাহসুত্রে ব্যবহার করেন চক্রবর্তী পদবীও। মিঠুন চক্রবর্তী সম্পর্কে তাঁর শ্বশুর মশাই। তিনি নিজেও স্টারকিড। অথচ তাঁকে প্রতিদিনই শুনতে হয় নানা কুকথা। উঠতে বসতে তাঁকে নিয়ে চর্চা চলে ঘরে ঘরে। কিন্তু কেন?
1 / 6
নাম মাদালসা শর্মা। বিবাহসুত্রে ব্যবহার করেন চক্রবর্তী পদবীও। মিঠুন চক্রবর্তী সম্পর্কে তাঁর শ্বশুর মশাই। তিনি নিজেও স্টারকিড। অথচ তাঁকে প্রতিদিনই শুনতে হয় নানা কুকথা। উঠতে বসতে তাঁকে নিয়ে চর্চা চলে ঘরে ঘরে। কিন্তু কেন?
2 / 6
মাদালসার জন্ম ১৯৯১ সালে। তাঁর বাবা সুভষা শর্মা পেশায় প্রযোজক ও পরিচালক। অন্যদিকে মা শিলা শর্মা অভিনেত্রী। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি। পড়ছেন মুম্বইয়ের মিঠিবাই কলেজে।
3 / 6
ছোট থেকেই অভিনয়ের ইচ্ছে ছিল তাঁর। নমিত কাপুরের অ্যাক্টিং স্কুলে তিনি অভিনয় শিখেছেন। এ ছাড়াও নাচ শিখেছেন গণেশ আচার্য ও শ্যামক ডাভারের কাছে।
4 / 6
২০১৮ সালে মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তীকে বিয়ে করেন তিনি। ধুমধাম করে হয়েছিল সেই বিয়ের অনুষ্ঠান। চক্রবর্তী পরিবারের সঙ্গেও তাঁর সম্পর্ক বেজায় ভাল।
5 / 6
তবু কেন তিনি মধ্যবিত্তের ড্রয়িংরুমে ভিলেন? এ সবই তাঁর অভিনয় ক্ষমতার জোর। শ্রীময়ী ধারাবাহিকের হিন্দি সংস্করণ 'অনুপমা'য় তিনিই জুন আন্টি।
6 / 6
আর সে কারণেই লোকসমাজে তিনি হন নিন্দিত। রিল আর রিয়েলের মধ্যে ফারাক যে গুলিয়ে ফেলেন অনেকেই। মাদালসা বরং ব্যাপারটা ভালই উপভোগ করেন। ক্রেডিট হিসেবেই নেন এই 'অপমান'।