Champions League 2022: চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানকে হেসেখেলে হারাল চেলসি

TV9 Bangla Digital | Edited By: তিথিমালা মাজী

Oct 12, 2022 | 10:00 AM

নতুন কোচ গ্রাহাম পটারের তত্ত্বাবধানে চ্যাম্পিয়ন্স লিগে তরতর করে এগোচ্ছে চেলসি। মঙ্গলবার রাতে এসি মিলানের বিরুদ্ধে ২-০ গোলে সহজ জয় তাঁদের।

1 / 5
নতুন কোচ গ্রাহাম পটারের তত্ত্বাবধানে চ্যাম্পিয়ন্স লিগে তরতর করে এগোচ্ছে চেলসি। মঙ্গলবার রাতে এসি মিলানের বিরুদ্ধে ২-০ গোলে সহজ জয় তাঁদের।(ছবি:টুইটার)

নতুন কোচ গ্রাহাম পটারের তত্ত্বাবধানে চ্যাম্পিয়ন্স লিগে তরতর করে এগোচ্ছে চেলসি। মঙ্গলবার রাতে এসি মিলানের বিরুদ্ধে ২-০ গোলে সহজ জয় তাঁদের।(ছবি:টুইটার)

2 / 5
সান সিরোতে এদিন শিরোনামে রইল রেফারিং। এদিন মোট দশবার কার্ড দেখিয়েছেন রেফারি। লাল কার্ড দেখেন মিলানের ফিকায়ো তোমোরি। তাতেই ম্যাচের ফলাফল নির্ধারিত হল।(ছবি:টুইটার)

সান সিরোতে এদিন শিরোনামে রইল রেফারিং। এদিন মোট দশবার কার্ড দেখিয়েছেন রেফারি। লাল কার্ড দেখেন মিলানের ফিকায়ো তোমোরি। তাতেই ম্যাচের ফলাফল নির্ধারিত হল।(ছবি:টুইটার)

3 / 5
 ম্যাচের ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন জর্জিনহো। ১০ জনে নেমে যাওয়া এসি মিলান তেমন প্রতিদ্বন্দ্বিতা ছুঁড়ে দিতে পারেনি।(ছবি:টুইটার)

ম্যাচের ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসিকে এগিয়ে দেন জর্জিনহো। ১০ জনে নেমে যাওয়া এসি মিলান তেমন প্রতিদ্বন্দ্বিতা ছুঁড়ে দিতে পারেনি।(ছবি:টুইটার)

4 / 5
ম্যাচের ৩৪ মিনিটে মাউন্টের পাস থেকে ব্যবধান বাড়ান অবামেয়াং। (ছবি:টুইটার)

ম্যাচের ৩৪ মিনিটে মাউন্টের পাস থেকে ব্যবধান বাড়ান অবামেয়াং। (ছবি:টুইটার)

5 / 5
এই নিয়ে টানা চারটি ম্যাচে অপরাজিত চেলসি। চারটি ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ ই-র শীর্ষে গ্রাহাম পটারের দল।(ছবি:টুইটার)

এই নিয়ে টানা চারটি ম্যাচে অপরাজিত চেলসি। চারটি ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ ই-র শীর্ষে গ্রাহাম পটারের দল।(ছবি:টুইটার)

Next Photo Gallery