Premier League: ব্রেন্টফোর্ডকে হারিয়ে ফের লিগ শীর্ষে চেলসি
প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচের ব্রেন্টফোর্ড কমিউনিটি স্টেডিয়ামে শনিবার ১-০ গোলে ব্রেন্টফোর্ডকে (Brentford) হারিয়ে লিগ টেবলের শীর্ষে পৌঁছে গিয়েছে থমাস তুচেলের চেলসি (Chelsea)। প্রথম বার প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেয়ে ভালো পারফরম্যান্সের মাধ্যমে সকলেই মনে ছাপ রাখছে ব্রেন্টফোর্ড। তবে শনিবার ওয়েস্ট লন্ডন ডার্বিতে ব্লুজদের কাছে জিততে পারল না ব্রেন্টফোর্ড।