FA Cup: প্যালেসকে হারিয়ে এই নিয়ে টানা তৃতীয়বার এফএ কাপের ফাইনালে চেলসি

TV9 Bangla Digital | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 18, 2022 | 3:50 PM

ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের (FA Cup) দ্বিতীয় সেমিফাইনালে রবিরাতে মুখোমুখি হয়েছিল চেলসি (Chelsea) ও ক্রিস্টাল প্যালেস (Crystal Palace)। সেই ম্যাচে ২-০ গোলে জিতে এফএ কাপের ফাইনালে পৌঁছে গেল থমাস তুচেলের ছেলেরা। এই নিয়ে টানা তৃতীয়বার এফএ কাপের ফাইনালে উঠল চেলসি। তবে সেমিফাইনালে প্রথমার্ধে প্যালেসের বিরুদ্ধে গোলদর্শন হয়নি ব্লুজদের। দ্বিতীয়ার্ধেই এসেছে চেলসির দুই গোল।

1 / 4
ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে চেলসির হয়ে প্রথম গোলটি করেন রুবেন লোফটাস চিক।

ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে চেলসির হয়ে প্রথম গোলটি করেন রুবেন লোফটাস চিক।

2 / 4
৭৬ মিনিটের মাথায় টিমো ওয়ার্নারের পাস থেকে ব্লুজদের হয়ে দ্বিতীয় গোলটি করেন ম্যাসন মাউন্ট।

৭৬ মিনিটের মাথায় টিমো ওয়ার্নারের পাস থেকে ব্লুজদের হয়ে দ্বিতীয় গোলটি করেন ম্যাসন মাউন্ট।

3 / 4
১৪ মে এফএ কাপের ফাইনাল। এই নিয়ে টানা তৃতীয় বার এফএ কাপের ফাইনালে উছল ব্লুজরা। এ বারের এফএ কাপের ফাইনাসে থমাস তুচেলের চেলসি মুখোমুখি হতে চলেছে য়ুর্গেন ক্লপের লিভারপুলের।

১৪ মে এফএ কাপের ফাইনাল। এই নিয়ে টানা তৃতীয় বার এফএ কাপের ফাইনালে উছল ব্লুজরা। এ বারের এফএ কাপের ফাইনাসে থমাস তুচেলের চেলসি মুখোমুখি হতে চলেছে য়ুর্গেন ক্লপের লিভারপুলের।

4 / 4
২০২০ সালে এফএ কাপের ফাইনালে আর্সেনালের কাছে হেরেছিল চেলসি। এরপর ২০২১ সালে লেস্টার সিটির বিরুদ্ধেও হার জুটেছিল ব্লুজদের কপালে। তবে এ বার আর হার নয়, লিভারপুলকে হারিয়ে এফএ কাপের ট্রফির স্বাদ পেতে চায় তুচেলের ছেলেরা।

২০২০ সালে এফএ কাপের ফাইনালে আর্সেনালের কাছে হেরেছিল চেলসি। এরপর ২০২১ সালে লেস্টার সিটির বিরুদ্ধেও হার জুটেছিল ব্লুজদের কপালে। তবে এ বার আর হার নয়, লিভারপুলকে হারিয়ে এফএ কাপের ট্রফির স্বাদ পেতে চায় তুচেলের ছেলেরা।

Next Photo Gallery