
ম্যাচের দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে চেলসির হয়ে প্রথম গোলটি করেন রুবেন লোফটাস চিক।

৭৬ মিনিটের মাথায় টিমো ওয়ার্নারের পাস থেকে ব্লুজদের হয়ে দ্বিতীয় গোলটি করেন ম্যাসন মাউন্ট।

১৪ মে এফএ কাপের ফাইনাল। এই নিয়ে টানা তৃতীয় বার এফএ কাপের ফাইনালে উছল ব্লুজরা। এ বারের এফএ কাপের ফাইনাসে থমাস তুচেলের চেলসি মুখোমুখি হতে চলেছে য়ুর্গেন ক্লপের লিভারপুলের।

২০২০ সালে এফএ কাপের ফাইনালে আর্সেনালের কাছে হেরেছিল চেলসি। এরপর ২০২১ সালে লেস্টার সিটির বিরুদ্ধেও হার জুটেছিল ব্লুজদের কপালে। তবে এ বার আর হার নয়, লিভারপুলকে হারিয়ে এফএ কাপের ট্রফির স্বাদ পেতে চায় তুচেলের ছেলেরা।