ম্যাচের ৪৪ মিনিটে হাকিম জিয়াচের পাস থেকে প্রথম গোল করে চেলসিকে এগিয়ে দেন কাই হাভার্টজ (Kai Havertz)। (ছবি-চেলসি টুইটার)
মাত্র ৩ মিনিটের মধ্যেই সাউদাম্পটনকে সমতায় ফেরান চে অ্যাডামস (Che Adams) (৪৭ মিনিটে)। (ছবি-সাউদাম্পটন টুইটার)
চেলসির গোলকিপার কেপা আরিজাবালগা (Kepa Arrizabalaga) বেশ কয়েকটি দুর্দান্ত সেভ করেন। (ছবি-চেলসি টুইটার)
পেনাল্টি শুটআউটে সাউদাম্পটনের হয়ে তিনটি গোল করেন অ্যাডাম আর্মস্ট্রং, শেন লং এবও ওরিওল রোমিও। এবং, গোল মিস করেন থিও ওয়ালকট ও উইল স্মলবোন। (ছবি-সাউদাম্পটন টুইটার)
অন্যদিকে পেনাল্টি শুটআউটে চেলসির হয়ে চারটি গোল করেন, মার্কোস অ্যালোনসো, ক্যালাম হাডসন-ওডোই, বেন চিলওয়েল এবং বিস জেমস। ব্লুজদের হয়ে গোল মিস করেন ম্যাসন মাউন্ট। (ছবি-চেলসি টুইটার)