Bangla NewsPhoto gallery Chelsea goalkeeper Kepa Arrizabalaga gets engaged to stunning Miss Universe winner Andrea Martinez after just seven months
Chelsea: সাত মাসের আলাপেই মিস ইউনিভার্সের সঙ্গে এনগেজমেন্ট চেলসি তারকার
মাত্র সাত মাসের আলাপেই মিস ইউনিভার্স আন্দ্রেয়া মার্তিনেজের সঙ্গে এনগেজমেন্ট সেরে নিলেন চেলসির গোলকিপার কেপা আরিজাবালাগা। সদ্য ইন্সটাগ্রামে কেপা ও আন্দ্রেয়া তাঁদের এনগেজমেন্টের খবর জানিয়েছেন। জানুয়ারি মাস থেকে কেপা ও আন্দ্রেয়া একে অপরের সঙ্গে ডেট করছিলেন। ২০২০ সালে মিস ইউনিভার্স স্পেনের খেতাব জিতেছিলেন আন্দ্রেয়া।