
মাত্র সাত মাসের আলাপেই মিস ইউনিভার্স আন্দ্রেয়া মার্তিনেজের (Andrea Martinez) সঙ্গে এনগেজমেন্ট সেরে নিলেন চেলসির গোলকিপার কেপা আরিজাবালাগা (Kepa Arrizabalaga)। (ছবি-আন্দ্রেয়া মার্তিনেজ ইন্সটাগ্রাম)

সদ্য ইন্সটাগ্রামে ব্লুজদের গোলরক্ষক কেপা ও মিস ইউনিভার্স আন্দ্রেয়া তাঁদের এনগেজমেন্টের খবর জানিয়েছেন। (ছবি-কেপা আরিজাবালাগা ইন্সটাগ্রাম)

চলতি বছরের জানুয়ারি মাস থেকে কেপা ও আন্দ্রেয়া একে অপরের সঙ্গে ডেট করছিলেন। (ছবি-আন্দ্রেয়া মার্তিনেজ ইন্সটাগ্রাম)

২০২০ সালে স্পেনে হওয়া মিস ইউনিভার্সের খেতাব জিতেছিলেন আন্দ্রেয়া। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ও ম্যানেজমেন্টের ডিপ্লোমা রয়েছে বছর ২৯ এর আন্দ্রেয়া মার্তিনেজের। (ছবি-আন্দ্রেয়া মার্তিনেজ ইন্সটাগ্রাম)

কেপার থেকে বয়সে বছর দু'য়েকের বড় আন্দ্রেয়া। ২৭ বছরের কেপা নতুন মরসুমে চেলসির হয়ে এখনও খেলার সুযোগ পাননি। (ছবি-টুইটার)