
স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি-এভার্টন ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

ঘরের মাঠে অবশেষে ম্যাচের ৭০ মিনিটে রিস জেমসের (Reece James) পাস থেকে চেলসিকে এগিয়ে দেন ম্যাসন মাউন্ট (Mason Mount)।

মাত্র ৪ মিনিটের মধ্যে এভার্টনকে সমতায় ফেরান ১৯ বছরের ডিফেন্ডার জেরাড ব্রান্টহোয়াইড (Jarrad Branthwaite)।

ইপিএলে টানা ৪ ম্যাচে গোল করা সব থেকে কম বয়সি প্লেয়ার হলেন চেলসির ম্যাসন মাউন্ট (ম্যাসনের বর্তমান বয়স- ২২ বছর ৩৪ দিন)।

ঘরের মাঠে এভার্টনের বিরুদ্ধে ড্রয়ের ফলে পয়েন্ট নষ্ট করে লিগ টেবলের তিন নম্বরেই থাকতে হল তুচেলের ছেলেদের।