Premier League: এভার্টনের বিরুদ্ধে এগিয়ে থেকেও জয় হাতছাড়া চেলসির

স্ট্যামফোর্ড ব্রিজে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে মুখোমুখি হয়েছিল চেলসি (Chelsea) ও এভার্টন (Everton)। এগিয়ে থেকেও ঘরের মাঠে শেষ পর্যন্ত পয়েন্ট নষ্ট করল থমাস তুচেলের দল। এই ম্যাচে ড্রয়ের ফলে ইপিএলের (EPL) লিগ টেবলের তিন নম্বরেই রইল চেলসি।

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Dec 17, 2021 | 11:32 AM

1 / 5
স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি-এভার্টন ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

স্ট্যামফোর্ড ব্রিজে চেলসি-এভার্টন ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়।

2 / 5
ঘরের মাঠে অবশেষে ম্যাচের ৭০ মিনিটে রিস জেমসের (Reece James) পাস থেকে চেলসিকে এগিয়ে দেন ম্যাসন মাউন্ট (Mason Mount)।

ঘরের মাঠে অবশেষে ম্যাচের ৭০ মিনিটে রিস জেমসের (Reece James) পাস থেকে চেলসিকে এগিয়ে দেন ম্যাসন মাউন্ট (Mason Mount)।

3 / 5
মাত্র ৪ মিনিটের মধ্যে এভার্টনকে সমতায় ফেরান ১৯ বছরের ডিফেন্ডার জেরাড ব্রান্টহোয়াইড (Jarrad Branthwaite)।

মাত্র ৪ মিনিটের মধ্যে এভার্টনকে সমতায় ফেরান ১৯ বছরের ডিফেন্ডার জেরাড ব্রান্টহোয়াইড (Jarrad Branthwaite)।

4 / 5
ইপিএলে টানা ৪ ম্যাচে গোল করা সব থেকে কম বয়সি প্লেয়ার হলেন চেলসির ম্যাসন মাউন্ট (ম্যাসনের বর্তমান বয়স- ২২ বছর ৩৪ দিন)।

ইপিএলে টানা ৪ ম্যাচে গোল করা সব থেকে কম বয়সি প্লেয়ার হলেন চেলসির ম্যাসন মাউন্ট (ম্যাসনের বর্তমান বয়স- ২২ বছর ৩৪ দিন)।

5 / 5
ঘরের মাঠে এভার্টনের বিরুদ্ধে ড্রয়ের ফলে পয়েন্ট নষ্ট করে লিগ টেবলের তিন নম্বরেই থাকতে হল তুচেলের ছেলেদের।

ঘরের মাঠে এভার্টনের বিরুদ্ধে ড্রয়ের ফলে পয়েন্ট নষ্ট করে লিগ টেবলের তিন নম্বরেই থাকতে হল তুচেলের ছেলেদের।