Premier League: এভার্টনের বিরুদ্ধে এগিয়ে থেকেও জয় হাতছাড়া চেলসির
স্ট্যামফোর্ড ব্রিজে বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের (Premier League) ম্যাচে মুখোমুখি হয়েছিল চেলসি (Chelsea) ও এভার্টন (Everton)। এগিয়ে থেকেও ঘরের মাঠে শেষ পর্যন্ত পয়েন্ট নষ্ট করল থমাস তুচেলের দল। এই ম্যাচে ড্রয়ের ফলে ইপিএলের (EPL) লিগ টেবলের তিন নম্বরেই রইল চেলসি।