Bangla NewsPhoto gallery Cheteshwar Pujara enjoys vacation time with family after his impressive performance in county cricket
Cheteshwar Pujara: কাউন্টি থেকে বিরতি পেয়ে পরিবারের সঙ্গে ভ্যাকেশন মোডে চেতেশ্বর পূজারা
ফর্মে না থাকার কারণে এ বারের আইপিএলের নিলামে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ছিলেন অবিক্রিত। জাতীয় দল থেকে বাদ পড়ার পর নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য সৌরাষ্ট্রের হয়ে রঞ্জি ট্রফিতে খেলছিলেন। সেখানে সফল না হলেও ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে নিজের ছন্দ ফিরে পেয়েছেন পূজারা। আর সেইসঙ্গে জাতীয় দলেও কামব্যাক হয়েছে পূজ্জির। সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে পাঁচ ম্যাচে খেলে চারটি শতরানসহ ৭২০ রান করেছেন পূজারা। যার মধ্য়ে রয়েছে দুটি ডাবল সেঞ্চুরিও। আপাতত কাউন্টি থেকে বিরতি পেয়ে পরিবারের সঙ্গে প্যারিসে ছুটি কাটাচ্ছেন পূজারা।
সাসেক্সের হয়ে কাউন্টি খেলে নিজের ছন্দ ফিরে পেয়েছেন চেতেশ্বর পূজারা। সেই কাউন্টি চ্যাম্পিয়নশপি থেকে বিরতি পেয়েই পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন পূজ্জি।
2 / 4
স্ত্রী পুজা ও মেয়ে অদিতিকে সঙ্গে নিয়ে প্যারিসে ঘুরছেন চেতেশ্বর পূজারা।
3 / 4
কখনও প্যারিসের আইফেল টাওয়ার তো কখনও আমস্টারডামে ঘুরে বেড়াচ্ছেন পূজারা।
4 / 4
সাসেক্সের হয়ে কাউন্টি ক্রিকেটে পাঁচ ম্যাচে খেলে চারটি শতরানসহ ৭২০ রান করেছেন পূজারা। যার মধ্য়ে রয়েছে দুটি ডাবল সেঞ্চুরিও। এই পারফরম্যান্সের সুবাদেই ইংল্যান্ডের বিরুদ্ধে হতে চলা পঞ্চম টেস্টে জাতীয় দলে ফের ডাক পেয়েছেন পূজারা।