Cheteshwar Pujara: মাইলফলকের সামনে চেতেশ্বর পূজারা…
TV9 Bangla Digital | Edited By: দীপঙ্কর ঘোষাল
Feb 16, 2023 | 7:30 AM
Pujara 100th Test: কেরিয়ারের অনন্য মুহূর্তের সামনে চেতেশ্বর পূজারা। দেশের ত্রয়োদশতম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে চলেছেন। গত বছর কেরিয়ারের একশো টেস্ট খেলেছেন পূজারার সতীর্থ এবং বিশ্বের অন্য়তম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। এ বার ভারতীয় দলের নির্ভরযোগ্য় ব্য়াটার চেতেশ্বর পূজারার সামনে এই মাইলফলক।
1 / 7
কেরিয়ারের অনন্য মুহূর্তের সামনে চেতেশ্বর পূজারা। দেশের ত্রয়োদশতম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে চলেছেন।
2 / 7
গত বছর কেরিয়ারের একশো টেস্ট খেলেছেন পূজারার সতীর্থ এবং বিশ্বের অন্য়তম সেরা ক্রিকেটার বিরাট কোহলি।
3 / 7
এ বার ভারতীয় দলের নির্ভরযোগ্য় ব্য়াটার চেতেশ্বর পূজারার সামনে এই মাইলফলক। তার আগে পিচের সঙ্গে বন্ধুত্ব করে নিচ্ছেন।
4 / 7
বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। শুক্রবার থেকে শুরু এই টেস্টেই একশোর মাইলফলক ছোঁবেন পূজারা।
5 / 7
নাগপুর টেস্টে ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্য়বধানে জিতেছে ভারত। চেতেশ্বর পূজারার ব্য়াটিং অবশ্য় হতাশ করেছে।
6 / 7
মাইলফলকের ম্য়াচে পূজারার নজর দলের উপরই। পরিষ্কার জানিয়েছেন, মাইলফলক নিয়ে উত্তেজিত হলেও মূল ফোকাস দলে অবদান রাখার দিকে।
7 / 7
চেতেশ্বর পূজারার বিশেষ ম্যাচে উপস্থিত থাকবেন তাঁর পরিবারের সদস্য়রাও। বিশেষ ম্যাচে অনবদ্য় একটা ইনিংস খেলার দিকেই নজর।