
কেরিয়ারের অনন্য মুহূর্তের সামনে চেতেশ্বর পূজারা। দেশের ত্রয়োদশতম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে চলেছেন।

গত বছর কেরিয়ারের একশো টেস্ট খেলেছেন পূজারার সতীর্থ এবং বিশ্বের অন্য়তম সেরা ক্রিকেটার বিরাট কোহলি।

এ বার ভারতীয় দলের নির্ভরযোগ্য় ব্য়াটার চেতেশ্বর পূজারার সামনে এই মাইলফলক। তার আগে পিচের সঙ্গে বন্ধুত্ব করে নিচ্ছেন।

বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। শুক্রবার থেকে শুরু এই টেস্টেই একশোর মাইলফলক ছোঁবেন পূজারা।

নাগপুর টেস্টে ইনিংস ও ১৩২ রানের বিশাল ব্য়বধানে জিতেছে ভারত। চেতেশ্বর পূজারার ব্য়াটিং অবশ্য় হতাশ করেছে।

মাইলফলকের ম্য়াচে পূজারার নজর দলের উপরই। পরিষ্কার জানিয়েছেন, মাইলফলক নিয়ে উত্তেজিত হলেও মূল ফোকাস দলে অবদান রাখার দিকে।

চেতেশ্বর পূজারার বিশেষ ম্যাচে উপস্থিত থাকবেন তাঁর পরিবারের সদস্য়রাও। বিশেষ ম্যাচে অনবদ্য় একটা ইনিংস খেলার দিকেই নজর।