Aparna Sen-Chidananda Dasgupta: কেমনভাবে পালিত হল অপর্ণা সেনের বাবা চলচ্চিত্র জগতের দিকপাল চিদানন্দ দাশগুপ্তর জন্ম শতবার্ষিকী?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Nov 23, 2021 | 12:46 PM

চলচ্চিত্র জগতে তিনি এক দিকপাল। চিদানন্দ দাশগুপ্ত। এক বহুমুখী প্রতিভা। একাধারে পরিচালক, সমালোচক ও সাংবাদিক। আরও এক পরিচয় - তিনি পরিচালক-অভিনেত্রী অপর্ণার সেনের পিতা। যাঁর ছত্রছায়ায় জীবনের পাঠ পড়েছিলেন অপর্ণা। হৃদ্যতা বেড়েছিল শিল্পের প্রতি। বাবার ১০০ বছরের জন্মদিন কেমন ভাবে পালন করলেন, দেখুন ছবিতে।

1 / 7
২০ নভেম্বর ছিল চিদানন্দ দাশগুপ্তর জন্মশতবর্ষের তারিখ। বিভিন্ন অনুষ্ঠান ও পুরস্কার প্রদানের মাধ্যমে এই বিশেষ সময়কে পালন করছে চিদানন্দ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্ট। সেই খবর নিজের টুইটার হ্যান্ডেল থেকে আগেই জানিয়েছেন অপর্ণা সেন।

২০ নভেম্বর ছিল চিদানন্দ দাশগুপ্তর জন্মশতবর্ষের তারিখ। বিভিন্ন অনুষ্ঠান ও পুরস্কার প্রদানের মাধ্যমে এই বিশেষ সময়কে পালন করছে চিদানন্দ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্ট। সেই খবর নিজের টুইটার হ্যান্ডেল থেকে আগেই জানিয়েছেন অপর্ণা সেন।

2 / 7
টুইটে অপর্ণা সেন বলেছিলেন, "আগামী নভেম্বর চিদানন্দ দাশগুপ্তর মেমোরিয়াল ট্রাস্ট তাঁর জন্মশতবার্ষিকী পালন করবে পরিচালকের ছবি দেখিয়ে। প্রদর্শনীর আয়োজন করবে তাঁর বিভিন্ন লেখা নিয়ে। থাকবে স্মারক বক্তৃতা। দেওয়া হবে কিছু বিশেষ পুরস্কারও।"

টুইটে অপর্ণা সেন বলেছিলেন, "আগামী নভেম্বর চিদানন্দ দাশগুপ্তর মেমোরিয়াল ট্রাস্ট তাঁর জন্মশতবার্ষিকী পালন করবে পরিচালকের ছবি দেখিয়ে। প্রদর্শনীর আয়োজন করবে তাঁর বিভিন্ন লেখা নিয়ে। থাকবে স্মারক বক্তৃতা। দেওয়া হবে কিছু বিশেষ পুরস্কারও।"

3 / 7
পরিকল্পনা মতো সবটাই পালিত হয়েছে নন্দনের প্রেক্ষাগৃহে। বসেছিল চাঁদের হাট। কে উপস্থিত ছিলেন না। সস্ত্রীক গৌতম ঘোষ থেকে শুরু করে কবি শ্রীজাত, সোহাগ সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়। সকলেই এসেছিলেন অনুষ্ঠান আলো করতে।

পরিকল্পনা মতো সবটাই পালিত হয়েছে নন্দনের প্রেক্ষাগৃহে। বসেছিল চাঁদের হাট। কে উপস্থিত ছিলেন না। সস্ত্রীক গৌতম ঘোষ থেকে শুরু করে কবি শ্রীজাত, সোহাগ সেন, অনিন্দ্য চট্টোপাধ্যায়। সকলেই এসেছিলেন অনুষ্ঠান আলো করতে।

4 / 7
গানে, গল্পে, আড্ডায় পরিপূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠান।

গানে, গল্পে, আড্ডায় পরিপূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠান।

5 / 7
গুণীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

গুণীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

6 / 7
সকলেই রাখেন নিজের বক্তব্য।

সকলেই রাখেন নিজের বক্তব্য।

7 / 7
করোনা বিধি মেনেই সবটা আয়োজন করা হয়েছে। দূরত্ব বিধি মেনেই ছিল বসার বন্দোবস্ত।

করোনা বিধি মেনেই সবটা আয়োজন করা হয়েছে। দূরত্ব বিধি মেনেই ছিল বসার বন্দোবস্ত।

Next Photo Gallery