
ইউরো কাপে ফিনল্যান্ডের বিরুদ্ধে ডেনমার্কের ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ড্যানিশ ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসেন (Christian Eriksen)। যার ফলে তাঁর ফুটবল কেরিয়ার প্রায় শেষই হয়ে যেতে বসেছিল। চলতি বছরের জানুয়ারির শেষের দিকে ইপিএলের ক্লাব ব্রেন্টফোর্ডে সই করেন এরিকসেন। তবে নতুন মরসুম শুরু হওয়ার আগে নতুন ক্লাবে যোগ দিলেন এরিকসেন। (ছবি-টুইটার)

নতুন মরসুমে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে এ বার খেলতে দেখা যাবে ক্রিশ্চিয়ান এরিকসেনকে। (ছবি-টুইটার)

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ক্রিশ্চিয়ান এরিকসেন খেলবেন ২০২৫ সালের জুন মাস অবধি। এমন চুক্তিতেই সই করেছেন ড্যানিশ তারকা ফুটবলার। জানা গিয়েছে ম্যান ইউতে প্রতি সপ্তাহে তিনি পাবেন ১ লাখ ৫০ হাজার পাউন্ড। (ছবি-টুইটার)

চলতি বছরের জানুয়ারির শেষের দিকে ইপিএলের ক্লাব ব্রেন্টফোর্ডে সই করেছিলেন এরিকসেন। ডেনমার্কের হয়ে এখনও পর্যন্ত মোট ১১৫টি ম্যাচ খেলেছেন এরিকসেন। তাতে তিনি করেছেন ৩৮টি গোল। এ ছাড়া এখনও পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে মোট ২৩৭টি ম্যাচে ৫২টি গোল করেছেন তিনি। পাশাপাশি গোল করিয়েছেন ৭১ বার। (ছবি-টুইটার)

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে ক্রিশ্চিয়ান এরিকসেন বলেন, "ম্যাঞ্চেস্টার ইউনাইটেড একটি বিশেষ ক্লাব। এখানে নতুন করে শুরু করার জন্য আমি মুখিয়ে রয়েছি। এর আগেও আমি ওল্ড ট্র্যাফোর্ডে বহুবার খেলেছি। কিন্তু এই প্রথম বার লাল জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামতে চলেছি। তাই এ বারের অনুভূতিটা একেবারে আলাদা।" (ছবি-টুইটার)