Christmas 2022: পরিবারকে নিয়ে এই ক্রিসমাসে যাবেন কোথায়? ঘুরে আসুন দেশের সস্তার এই সেরা ৫ জায়গায়
Christmas in India: ডিসেম্বর মানেই ক্রিসমাস, কেক। তার সঙ্গে কাছেপিঠে পরিবারকে নিয়ে কোথাও ঘুরে আসা। এই শীতের আমেজে বাড়িতে মন টেঁকে না বাঙালির। সিকিম, গোয়া, সিমলা, দার্জিলিং, অসম, কেরালা যেখানে মন চায় সেখানেই পাড়ি জমায় ভ্রমণপিপাসু বাঙালি।