
বন্ধু, পরিবার বা সঙ্গীকে নিয়ে সামনের দিনের হলিডে কোথায় যাবেন, ঠিক করতে পারছেন না? উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সর্বত্র এখন ছুটি কাটানোর সঠিক সময়। তাই যেখানেই যান না কেন, সেখানেই পাবেন অফুরন্ত ও রোমাঞ্চকর অনুভূতি।

উত্তরে কনকনে ঠান্ডা আবহাওয়া, তুষারপাত যেমন পাওয়া যাবে, তেমনি সবুজের ডালি সাজিয়ে বসে রয়েছে দক্ষিণ ভারত। এই সময় পর্যটকদের ভিড় হয় উত্তর থেকে দক্ষিণে। জনপ্রিয় হলিডে স্পট হিসেবে কোথায় যাবেন, তার একটা লিস্ট দেওয়া রইল...

মানালি: ক্রিসমাস মানেই শীতকাল। আর শীতকালে বরফের রাজ্যে স্নোম্যান তৈরি করার মজাই আলাদা। এমন অনুভূতি যদি পেতে চান তাহলে পারফেক্ট জায়গা হল মানালি। নববিবাহিত দম্পতিদের হানিমুন ডেস্টিনেশন হিসেবে পরিচিত এই সুন্দর জায়গাটি অত্যন্ত বাজেট-ফ্রেন্ডলি ভ্যাকেশন ডেস্টিনেশন। স্কিয়িং থেকে স্নোবোর্ডিং সব ধরনের রোমাঞ্চকর অ্যাক্টিভিটিজ পর্যটকদের কাছে দারুণ আকর্ষণের স্থান।

গোয়া: ভারতের সবচেয়ে জনপ্রিয় ও আকর্ষণীয় স্থানগুলির মধ্যে গোয়া হল অন্যতম। ক্রিসমাসের হলিডে উপলক্ষেও এই সুন্দর ও ছোট সৈকত স্থানটি সকলের প্রিয়। অ্যাডভ্যান্স বিমানও হোটেল বুকিং না করা হলে গোয়ায় যাওয়া এই সময়ে বেশ সমস্যার। চার্চ ও বিভিন্ন উত্সব মুখর এই গোয়ায় সবচেয়ে বেশি পর্যটকের ভিড় বাড়ে শীতকালেই। রাতের গোয়ার অ্যাডভেঞ্চার পেতে বিচেই রয়েছে সব ব্যবস্থা।

সিমলা: নয়া দিল্লির কাছে হলেও বাঙালির অন্যতম জনপ্রিয় শীতকালীন ডেস্টিনেশন হল সিমলা। ক্রিসমাস ও নতুন বছরের ডেস্টিনেশন হিসেবে সিমলা অত্যন্ত আকর্ষণীয়। তাই এই গ্রিনভ্যালির শীতের নৈসর্গিক রূপ দেখতে আগেভাগেই টিকিট বুকিং করে থাকে পর্যটকরা। টয় ট্রেন, বরফে ঢাকা রাস্তা, বাড়ি, ব্রিটিশ ক্যাফে, চার্চ ও মল রোডের রেস্তোরাঁগুলিতে এই সময় থিক থিক করে পর্যটক।

পণ্ডিচেরী: ডিসেম্বরে শান্ত ও নিরিবিলি জায়গায় যদি যেতে যান, তাহলে এই ক্রিসমাসে বা নতুন বছরের হলিডে-তে পণ্ডিচেরী হল পারফেক্ট ডেস্টিনেশন। ক্যাফে, রেস্তোরাঁ, চার্চ, নানা স্বাদের খাবারের ঘ্রাণ এই এলাকায় একসঙ্গে পাওয়া যাবে। সঙ্গে আধ্যাত্মিকতার এক অভূতপূর্ব ছোঁয়া আপনার মনকে শান্ত করবে।

গুলমার্গ: কাঠের বাড়ি, পুরু বরফের স্তূপ, ক্রিসমাস ট্রি, পাইন গাছের সারি, ঘোড়ায় সফর, অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিজ... শীতের দিনে রোমাঞ্চকর অনুভূতি পেতে কাশ্মীরের এই নৈসর্গিক উপত্যকায় পৌঁছে যেতে পারেন আপনি। অসংখ্য রিসর্ট পাবেন এখানে। যেগুলির স্বচ্ছ কাঁচের জানলার মধ্য থেকেই তুষারপাত ও সাদা বরফে ঢাকা উপত্যকা দৃশ্য চাক্ষুস করতে পারবেন। সঙ্গে অবশ্যই চাই কাশ্মীরে বিখ্যাত গরম গরম কেশর চা।

কেরালা: শীতের দিনে নতুন করে সেজে ওঠে ঈশ্বরের আপন দেশ- কেরালা। আলেপ্পিতে ব্যাক ওয়াটারে সঙ্গী বা পরিবারের সঙ্গে সময় কাটানোর সেরা সময় এটাই। ক্যারোল থেকে মিডনাইট পার্টি সবের মজা পেতে চলে যেতে পারেন এই উপত্যকায়। এছাড়া শীতকালে কেরালার ঝকঝকে আবহাওয়ায় বিচের কাছে বনফায়ার পার্টি, সামুদ্রিক মাছের সুস্বাদু স্বাদ, স্থানীয় খাবারের ঘ্রাণ পেতে এই সময় পর্যটকের ভিড় শুরু হয়।