Russia-Ukraine Conflict: চোখ থেকে ঝরছে জল, গোলাবর্ষণের মাঝেই খোঁজ নিরাপদ আশ্রয়ের! যুদ্ধ নয়, ইউক্রেনবাসী চাইছেন…
TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী
Feb 25, 2022 | 12:28 PM
Russia-Ukraine Conflict: রাশিয়ার প্রেসিডেন্ট সামরিক অভিযানের ঘোষণা করলেও, দেশবাসী কিন্তু যুদ্ধ চান না। গতকাল ইউক্রেনের উপরে হামলা চালানোর পরই রাশিয়ার পথে নামেন সাধারণ মানুষ।
1 / 9
কথায় আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, প্রাণ যায় উলু খাগড়ার। ঠিক সেই চিত্রই ধরা পড়ছে ইউক্রেনে। রাশিয়ার গুলি-বোমা বর্ষণে আহত এক মহিলার ছবিই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
2 / 9
রক্ত ঝরছে ইউক্রেনে। বিগত একমাস ধপে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যে টানাপোড়েন চলছিল, তা বৃহস্পতিবার যুদ্ধের আকার নিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণায়।
3 / 9
যেই রাস্তায় দুইদিন আগে অবধিও গাড়ি চলাচল করেছে, পাশের ফাঁকা মাঠে বাচ্চারা খেলাধুলো করেছে, সেখানেই আজ কাঁটাতার বসেছে। রাস্তা দিয়ে গাড়ির বদলে চলছে ট্যাঙ্কার।
4 / 9
রাশিয়ার মিসাইল বর্ষণ শুরুর পরই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেছেন ইউক্রেনের বাসিন্দারা। মেট্রো স্টেশনগুলিই এখন বাঙ্কারে পরিণত হয়েছে। স্টেশনে, মেট্রোর ভিতরেই বসে তারা নিজেদের, পরিজনদের সুরক্ষা প্রার্থনা করছেন।
5 / 9
একদিন আগেও ব্রিজ ছিল, কিন্তু রাশিয়ার মিসাইল বর্ষণের পরই তার ভোলবদল হয়ে গিয়েছে। সেখানে রাস্তার আর কোনও চিহ্ন নেই। পড়ে রয়েছে কেবল কয়েকটি কংক্রিটের পিলার।
6 / 9
আবার কবে দেখা হবে, জানে না কেউ। তাই রেলস্টেশনে আলাদা হওয়ার আগে শেষবারের মতো প্রিয়তমাকে ভালবাসার নজরে দেখে, মন ভরানোর চেষ্টা করছেন এক যুবক।
7 / 9
গোলাগুলি, বোমা বর্ষণ মাথার উপর থেকে ছাদ কেড়ে নিয়েছে। তাই মেট্রো স্টেশনেই আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষ। খালি হাতেই বেরিয়ে আসতে হয়েছে সকলকে।
8 / 9
যুদ্ধ লেগেছে। দেশকে রক্ষা করতে রণক্ষেত্রে নামতে হবে। লড়াইয়ের ময়দানে নামার আগে শেষবারের মতো স্ত্রীকে আলিঙ্গন করলেন এক জওয়ান।
9 / 9
রাশিয়ার প্রেসিডেন্ট সামরিক অভিযানের ঘোষণা করলেও, দেশবাসী কিন্তু যুদ্ধ চান না। গতকাল ইউক্রেনের উপরে হামলা চালানোর পরই রাশিয়ার পথে নামেন সাধারণ মানুষ। তাদের হাতে ধরা প্ল্যাকার্ডে লেখা, "আমি রাশিয়ান। এই হামলার জন্য দুঃখিত।"