Symptoms of PCOS: সময় থাকতে পিসিওএসের প্রাথমিক উপসর্গগুলি সম্পর্কে সচেতন হয়ে যান!
TV9 Bangla Digital | Edited By: megha
Oct 10, 2021 | 12:55 PM
১৫ থেকে ৪৭ বছরের মধ্যে প্রায় ৩০ শতাংশ মহিলা প্রতিনিয়ত পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে আক্রান্ত হন। তাঁদের মধ্যে ৭০ শতাংশ মহিলা তাঁর এই শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন না, যার ফলে তাঁরা সঠিক চিকিৎসার সুযোগ পান না। তাই সময় থাকতেই আগে থেকে এই রোগের লক্ষণ গুলি সম্পর্কে সচেতন হয়ে যান...
1 / 7
অনিয়মিত ঋতুস্রাব হওয়া
2 / 7
অত্যধিক পরিমাণে রক্তপাত এবং তার সঙ্গে অসহ্য পেটের যন্ত্রণা
3 / 7
মুখ ও পিঠের অংশে অস্বাভাবিকভাবে ব্রণ হওয়া
4 / 7
মুখের অবাঞ্চিত জায়গায় লোমের বৃদ্ধি পাওয়া
5 / 7
হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া
6 / 7
ত্বকের কোনও একটি অংশ যেমন ঘাড়, হাতের কনুই ও বগল এবং প্রাইভেট অংশ কালো হয়ে যাওয়া।