
ভারত যে পরমাণু হামলার হুমকিকে ভয় পায় না তা আগেই জানিয়ে দিয়েছে। পাকিস্তান নাকি ভারতের উপর পরমাণু হামলার হুমকিও দিয়েছে। রাশিয়া এবং আমেরিকাকে সেই বার্তাও নাকি দেয় পাকিস্তান। কিন্তু বাস্তবে তাদের মুরোদ কতটা?

পৃথিবীর মোট ১৯৫টি দেশের মধ্যে মাত্র ৯টি দেশের কাছে পরমাণু অস্ত্র রয়েছে। পরমাণু যুদ্ধ যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আগেই দেখেছে বিশ্ব। একটা পরমাণু হামলা নিমেষে প্রাণ কেড়ে নিতে পারে কোটি কোটি মানুষের। ধ্বংস করে দিতে পারে কয়েক প্রজন্মের জীবন। আচ্ছা বিশ্বে কোন কোন দেশের কাছে পরমাণু অস্ত্র আছে জানেন? তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে?

রাশিয়া - পরমাণু শক্তিধরদের মধ্যে গুরুত্বপূর্ণ দেশ হল রাশিয়া। পরমাণু অস্ত্রে তালিকাতেও একদম শীর্ষে আছে রাশিয়া। পুতিনের দেশেই রয়েছে সর্বাধিক পরমাণু অস্ত্রে ভাণ্ডার। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে রাশিয়ার কাছে ৫,৪৪৯ নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে।

আমেরিকা - রাশিয়ার পরেই অস্ত্রশস্ত্রের দিক থেকে যারা সবচেয়ে বেশি আধুনিক তারা হল আমেরিকা। আমেরিকার কাছে এই মুহূর্তে নিউক্লিয়ার ওয়ারহেডের সংখ্যা ৫২২৭। সবচেয়ে বড় কথা হল আমেরিকার কাছে জল-স্থল এবং আকাশ এই তিন মাধ্যমে যুদ্ধ করার জন্য পরমাণু অস্ত্র রয়েছে।

চিন - পরমাণু অস্ত্রের ক্ষেত্রে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে চিন। শেষ পাওয়া তথ্য অনুসারে চিনের কাছে ৬০০টি নিয়ক্লিয়ার ওয়ারহেড রয়েছে। যদিও নিজেদের পরমাণু অস্ত্রভাণ্ডার ক্রমাগত বাড়িয়ে তুলতে সচেষ্ট চিন।

ফ্রান্স - ফ্রান্সের কাছে আছে ২৯০টি নিউক্লিয়ার ওয়ারহেড। যা সাবমেরিব থেকে ব্যালেস্টিক মিসাইলের মাধ্যমে লঞ্চ করা যেতে পারে। আবার চাইলে হামলা চালাতে পারে আকাশপথেও।

যুক্তরাজ্য - এরপরেই রয়েছে ইউনাইটেড কিংডম। এদের কাছে মোট ২২৫টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে। বেশিরভাগ মিসাইল ডেপ্লয় করা রয়েছে ট্রাইডেন্ট সাবমেরিনে।

ভারত - পরমাণু অস্ত্রের দিক থেকে শক্তশালী দেশগুলির তালিকায় ষষ্ঠ নম্বরে আছে ভারত। ভারতের কাছে মোট ১৮০টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে।

পাকিস্তান - সপ্তম স্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের কাছে চলতি বছরের এখনও অবধি মোট ১৭০টি নিউক্লিয়ার ওয়ারহেড রয়েছে।

এছাড়াও ইজরায়েলের কাছে আছে ৯০টি নিউক্লিয়ার ওয়ারহেড। উত্তর কোরিয়ার কাছে আছে ৫০টি নিউক্লিয়ার ওয়ারহেড। (সব ছবি - Getty Images)