TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী
Jan 08, 2023 | 5:55 PM
রাহুল গান্ধীর নেতৃত্বে দেশ জুড়ে ভারত জোড়ো যাত্রায় নেমেছে কংগ্রেস। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত এই যাত্রা করছে কংগ্রেস। বিভিন্ন রাজ্যেই ভাল সাড়া পেয়েছেন বলে দাবি কংগ্রেস নেতৃত্বের।
সেই যাত্রা এখন পৌঁছেছে হরিয়ানায়। সেখানে প্রবল ঠান্ডার মধ্যেই চলছে ভারত জোড়ো যাত্রা। হরিয়ানার কারনালে রাহুলকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
দিল্লির কনকনে ঠান্ডার মধ্যে হাফ টিশার্ট পরে যাত্রায় অংশ নিয়েছিলেন রাহুল গান্ধী। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমেও আলোচনা হয়েছিল। সেই আলোচনায় বিরক্ত রাহুল বলেছিলেন, “ভারত জোড়ো যাত্রায় কত গরিব ছেঁড়া জামাকাপড় পরে অংশ নিয়েছেন। কিন্তু মিডিয়ার চোখে সে দিকে যায়নি।”
কারনালে এক দল যুবক ভারত জোড়ো যাত্রায় যে ভাবে অংশ নিয়েছেন, তা নিয়ে আলোচনা হচ্ছে বিস্তর। ওই যুবকদের দেখা যাচ্ছে, কুয়াশাচ্ছন্ন ঠান্ডা আবহাওয়ায় খালি গায়ে বাসের উপর নাচছেন তাঁরা। যাত্রায় অংশগ্রহণকারীদের উৎসাহিত করছেন।
ডিসেম্বর মাসে হরিয়ানার কিছু এলাকায় হয়েছে কংগ্রেসের এই যাত্রা। আগামী ১০ জানুয়ারি অবধি তা হরিয়ানার আরও বেশ কয়েকটি এলাকায় যাবে বলে জানা গিয়েছে কংগ্রেস সূত্রে।