Corona Awareness: করোনা সচেতনতার প্রচারে স্বয়ং হনুমান! পথে নামলেন জনগণকে রক্ষা করতে

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 09, 2022 | 1:45 PM

Howrah: পাশাপাশি যাঁরা মাস্ক পরেননি তাঁদের গদা দিয়ে মারও দেন তিনি!

1 / 6
লক্ষণকে বাঁচাতে সাত সমুদ্র পাড়ি দিয়ের এনেছিলেন সঞ্জিবনী। আর কলিযুগে এবার কোভিড সংক্রমণ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে পথে নামলেন হনুমান ! অভিনব করোনা সচেতনতা প্রচার হাওড়ায় ।

লক্ষণকে বাঁচাতে সাত সমুদ্র পাড়ি দিয়ের এনেছিলেন সঞ্জিবনী। আর কলিযুগে এবার কোভিড সংক্রমণ থেকে সাধারণ মানুষকে বাঁচাতে পথে নামলেন হনুমান ! অভিনব করোনা সচেতনতা প্রচার হাওড়ায় ।

2 / 6
বাড়ি থেকে বেরোবেন না। বেরোলেই মারণ রোগ করোনা ভাইরাস আক্রমণ করতে পারে আপনাকে। আক্রমণের শিকার হলে ভর্তি হতে হবে হাসপাতালে। আর তার শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে শেষ অব্দি মৃত্যু অনিবার্য, যমরাজ টেনে নিয়ে যাবে পৃথিবী থেকে তাকে। সকলকে আবেদন করলেন ঘরে থাকার।

বাড়ি থেকে বেরোবেন না। বেরোলেই মারণ রোগ করোনা ভাইরাস আক্রমণ করতে পারে আপনাকে। আক্রমণের শিকার হলে ভর্তি হতে হবে হাসপাতালে। আর তার শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তাহলে শেষ অব্দি মৃত্যু অনিবার্য, যমরাজ টেনে নিয়ে যাবে পৃথিবী থেকে তাকে। সকলকে আবেদন করলেন ঘরে থাকার।

3 / 6
আজ কালিবাবু বাজার এলাকায়  কোভিড নিয়ে সচেতনতা বাড়াতে এবং বিধি নিষেধ মেনে চলার বার্তা নিয়ে এবার রাস্তায় নামলেন স্বয়ং হনুমান। কোভিডকে হারাতে হাওড়াবাসীদের যাতে আরও কঠোরভাবে সরকারের লাগু করা বিধি-নিষেধ মেনে চলে তাই হাওড়া পৌরনিগমের প্রাক্তন পৌর প্রতিনিধি মল্লিকা রায়চোধুরী এই অভিনব উদ্যোগ গ্রহণ করেন।

আজ কালিবাবু বাজার এলাকায় কোভিড নিয়ে সচেতনতা বাড়াতে এবং বিধি নিষেধ মেনে চলার বার্তা নিয়ে এবার রাস্তায় নামলেন স্বয়ং হনুমান। কোভিডকে হারাতে হাওড়াবাসীদের যাতে আরও কঠোরভাবে সরকারের লাগু করা বিধি-নিষেধ মেনে চলে তাই হাওড়া পৌরনিগমের প্রাক্তন পৌর প্রতিনিধি মল্লিকা রায়চোধুরী এই অভিনব উদ্যোগ গ্রহণ করেন।

4 / 6
এদিন হাওড়া শহরের কালিবাবু বাজার এলাকার  বিভিন্ন রাস্তায় রাস্তায় হনুমান ঘুরে বেরিয়ে বিভিন্ন সচেতনমূলক বার্তা দিচ্ছে নগরবাসীকে। পাশাপাশি মাস্কও বিলি করা হয়। মাস্কহীন মানুষ দেখতে পেল হনুমান তার গদা দিয়ে মারও দেন।

এদিন হাওড়া শহরের কালিবাবু বাজার এলাকার বিভিন্ন রাস্তায় রাস্তায় হনুমান ঘুরে বেরিয়ে বিভিন্ন সচেতনমূলক বার্তা দিচ্ছে নগরবাসীকে। পাশাপাশি মাস্কও বিলি করা হয়। মাস্কহীন মানুষ দেখতে পেল হনুমান তার গদা দিয়ে মারও দেন।

5 / 6
এই প্রসঙ্গে ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি মল্লিকা রায় চৌধুরী জানান, করোনা ভাইরাসের ভয়ঙ্কর দিকটা বোঝাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের এই উদ্যোগ। এখনও অনেক মানুষ সচেতন নন। তাই হনুমানজির সামনে তাদেরকে শপথ নিয়ে মাস্ক দেওয়া হচ্ছে।

এই প্রসঙ্গে ২৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌর প্রতিনিধি মল্লিকা রায় চৌধুরী জানান, করোনা ভাইরাসের ভয়ঙ্কর দিকটা বোঝাতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের এই উদ্যোগ। এখনও অনেক মানুষ সচেতন নন। তাই হনুমানজির সামনে তাদেরকে শপথ নিয়ে মাস্ক দেওয়া হচ্ছে।

6 / 6
তিনি আরও বলেন, "এর আগে যমরাজ সেজেও তারা কোভিড সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন।"

তিনি আরও বলেন, "এর আগে যমরাজ সেজেও তারা কোভিড সচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছিলেন।"

Next Photo Gallery