Dropped Catches: ক্রিকেট ইতিহাসের কয়েকটি দামী ক্যাচ মিস
ক্যাচ মিস, ম্যাচ মিস এমনটা হামেশাই শোনা কিংবা দেখা যায়। ভুল হতেই পারে। অনেক ক্ষেত্রে ভুল শুধরে নেওয়ার দ্রুত সুযোগ পাওয়া যায়। আবার অনেক ক্ষেত্রে আক্ষেপ দীর্ঘস্থায়ী হয়। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে অর্শদীপের ক্যাচ মিস নিয়ে চারিদিকে প্রচুর সমালোচনা চলছে। যেন তিনিই প্রথম ক্যাচ মিস করলেন! এর আগে ক্রিকেটে বহু ক্যাচ মিস হয়েছে। যে গুলো অনেক অনেক দামী।