
ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ক্যাচ মিস দক্ষিণ আফ্রিকার হার্সেল গিবসের (Herschelle Gibbs)। বিশ্বকাপে স্টিভ ওয়ার ক্যাচ মিস হয় বিশ্বের অন্যতম সেরা ফিল্ডারের। স্টিভ ওয়ার অপরাজিত ১২০ রানে ম্য়াচ জেতে অস্ট্রেলিয়া। (ছবি : টুইটার)

ইংল্যান্ড সফরে সে বার হয়তো হার এড়াতে পারত ভারত। একটা ক্যাচ খুব দামি হয়ে দাঁড়ায়। টেস্ট সিরিজে গ্রাহাম গুচের ক্যাচ মিস হয় কিরণ মোরের (Kiran More)। ৩৬ রানে ব্যাট করছিলেন গুচ। শেষ অবধি ৩৩৩ রান করেন গুচ। ম্যাচটি হেরেছিল ভারত। (ছবি : টুইটার)

ক্যাচ ফসকানোর 'ধারাবাহিকতা' রয়েছে শ্রীলঙ্কা অলরাউন্ডার থিসারা পেরেরার ( Thisara Perera)। পাকিস্তানের সরফরাজ আহমেদের ক্যাচ ফেলেন থিসারা। ম্যাচটি জেতে পাকিস্তান। (ছবি : টুইটার)

থিসারা পেরেরার সবচেয়ে বড় মিস রোহিত শর্মার (Rohit Sharma) ক্যাচ। ইডেন গার্ডেন্সে রোহিত শর্মার ক্যাচ ফেলেন থিসারা। রোহিত তখন ৪ রানে। শেষ অবধি ওয়ান ডে ক্রিকেটে রেকর্ড ২৬৪ রানের ইনিংস খেলেন রোহিত শর্মা। (ছবি : টুইটার)

ওয়ান ডে ক্রিকেটে দ্বিশতরান রয়েছে নিউজিল্যান্ড ওপেনার মার্টিন গাপ্টিলের। ২০১৫ ওয়ান ডে বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৩৭ রানের ইনিংস খেলেন গাপ্টিল। ইনিংসের শুরুতেই তাঁর ক্যাচ ফেলেছিলেন মার্লন স্যামুয়েলস (Marlon Samuels)। (ছবি : টুইটার)